শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৮:১৫ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবোঝাই লঞ্চের তলা ফেটে গেল

নিউজ ডেস্ক : ঢাকা থেকে লালমোহনগামী এম. ভি. গ্লোরী অব শ্রীনগর - ২ লঞ্চের সঙ্গে একটি কার্গো জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুগান্তর।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মেঘনা নদীর মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, বালি বোঝাই ওই কার্গো জাহাজের সঙ্গে এম. ভি. গ্লোরী লঞ্চের ধাক্কা লাগলে লঞ্চটির তলা ফেটে তা অর্ধ নিমজ্জিত হয়ে যায়। এর পর লঞ্চের যাত্রীদের দ্রুত নামিয়ে নিরাপদে নেয়া হয়।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানিয়েছেন, যাত্রীরা সবাই নিরাপদে আছেন। লঞ্চটি অর্ধনিমজ্জিত হয়ে আছে। লঞ্চের মালামাল এখনও সরানোর ব্যবস্থা নেয়া যায়নি।

লালমোহনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জের স্থানীয় প্রশাসনকে দ্রুত যাত্রীদের উদ্ধার করে নিরাপত্তা ব্যবস্থা দানের নির্দেশ দিয়েছেন।
চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, এ ঘটনার পর আমরা যাত্রীদের নিরাপত্তা দিয়েছি। পরে ঢাকা থেকে আরেকটি লঞ্চ আসলে ওই লঞ্চে তাদের নিয়ে গন্তব্যে রওনা দেয়।

ঘটনার বিবৃতি দিয়ে এম. ভি. গ্লোরী অব শ্রীনগর লঞ্চের মালিক মো. কামরুল ইসলাম বলেন, প্রায় তিনশত যাত্রী নিয়ে ঢাকা থেকে ভোলার লালমোহনের উদ্দেশে রওনা হওয়া এমভি গ্লোরি অব শ্রীনগর-২ কে রাত পৌনে ১০টার দিকে একটি বালুভর্তি বড় কার্গো ধাক্কা দেয়। এতে লঞ্চের সামনের তলা ফেটে গিয়ে পানি প্রবেশ করতে থাকে।
ওই সময় পেছনে থাকা ভোলা চরফ্যাশন উপজেলার দুলারহাটগামী শ্রীনগর-৮ লঞ্চটি দ্রুত ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করে।
তলা ফেটে গেলে চালক দ্রুত লঞ্চটিকে একটি চরে উঠিয়ে দেয়ায় বড় কোনো ক্ষতি থেকে যাত্রীরা রেহাই পেয়েছেন বলে জানান মো. কামরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়