শিরোনাম
◈ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া ◈ নতুন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামোর বিরুদ্ধে রাস্তায় শিক্ষার্থীরা: সায়েন্সল্যাব মোড় অবরোধ ◈ মসজিদে ইমামকে ‘ভারত মাতা কি জয়’ বলতে হিন্দুত্ববাদীদের চাপ ◈ পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ৫ বছর, রেহানা ৭ বছর ও টিউলিপ সিদ্দিক ২ বছরের কারাদণ্ড ◈ ১০ জনের চেলসির সঙ্গে জিত‌তে পার‌লো না আ‌র্সেনাল ◈ শেখ হাসিনার ‘একযোগে প্রকাশিত’ ভারতীয় সাক্ষাৎকারে প্রশ্নের ঝড়: সাংবাদিকতার নৈতিকতা নিয়ে তীব্র বিতর্ক ◈ তিন মাচ হা‌রের পর ইং‌লিশ লি‌গে জ‌য়ে ফির‌লো লিভারপুল  ◈ চীনের কাছে ৪ গো‌লে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের  ◈ কা‌রো চা‌পের মু‌খে রা‌শিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বন্ধ করবে না নয়াদিল্লি ◈ নেতানিয়াহুর ক্ষমা আবেদনের বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৩:১৭ রাত
আপডেট : ২০ মে, ২০১৯, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গল মাদার

শেখ নাঈমা জাবীন : সিঙ্গল মাদার শব্দটি খুব বেশিদিন হয়নি প্রচলিত হয়েছে। সময় যত গড়িয়েছে ব্যস্ততা বেড়েছে, নতুন সম্পর্কের আবির্ভাব ঘটেছে, পুরনো সম্পর্কে ছেদ ধরেছে আর তখনই এই সিঙ্গাল মাদার শব্দটির জন্ম হয়েছে। ভয়েস অফ অ্যামেরিকা

সিঙ্গাল মাদার অর্থাৎ যে মা একা তাঁর সন্তানদের দায়িত্ব নেন। তিলে তিলে গড়ে তোলেন তাঁর সপ্নের মতো করে। নিজের জীবনের ভুলগুলো যেন সন্তান না করে সেদিকে খেয়াল রাখেন।

বাংলাদেশে টেলিকম সেক্টরের মার্কেটিং বিভাগে কাজ করেছেন দক্ষতার সঙ্গে। ঢাকা ইউনিভার্সিটির ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিসট্রেশান আইবিএ থেকে মাস্টার্স করা রুবাবা তাঁর জীবন শুরু করেন আর বাকি সব মেয়েদের মতো অনেক রঙিন স্বপ্ন নিয়ে। কিন্তু আমাদের জীবনে আমারা যা চাই না ভাবি না তাই ঘটে। তখন জীবন মোড় নেয় অন্য দিকে, অনেক কঠিন পথের দিকে।

অনেক নারী দিনের পর দিন এমন একটি সম্পর্ক টিকিয়ে রাখেন যা কিনা ভেঙ্গে গেছে অনেক আগেই। সন্তানদের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে, সমাজের কথা ভেবে নারীরা ভয় পান কোন পদক্ষেপ নিতে। ভাবেন, লোকে কি বলবে? বাচ্চাদের মানুষ করবো কিভাবে?

কলকাতার শাশ্বতী সরকার কাজ করেন পোস্টাল ডিপার্টমেন্টে। বলছিলেন তিনি কিভাবে দীর্ঘ ২২ বছর পর সন্তানদের অনুরোধে বাধন ছিঁড়ে বেরিয়ে আসেন।

আমরা নারীরা যে কোনো পরিস্থিতিতে সবচেয়ে আগে সন্তানদের কথা চিন্তা করি। যেকোনো পদক্ষেপ নেবার আগে ভাবি সন্তানদের ওপর কোন নেতিবাচক প্রভাব পড়বে কিনা।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে বসবাসরত রাযিয়া রহমান বলছিলেন সন্তানদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করতে হবে। তাদের কাছে জীবনের ইতিবাচক এবং নেতিবাচক দুটো চিত্রই তুলে ধরতে হবে। বলছিলেন তিনি কিভাবে সন্তানদের মানুষ করেছেন।

আত্মবিশ্বাস শব্দটির ক্ষমতা অনেক। নিয়ে যেতে পারে আপনাকে সাফল্যের শিখরে। জয় হোক নারীর জয় হোক মায়েদের, জয় হোক সিঙ্গাল মায়েদের। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়