শিরোনাম
◈ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শুরু, ২৭ হাজার শিক্ষার্থী পাচ্ছে ভোটাধিকার, ১০ মিনিটে দিতে হবে ৪০ ভোট ◈ ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ কার্যকর, সেবাচার্জ বেড়েছে গড়ে ৪১ শতাংশ ◈ চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ◈ মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন ◈ কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, আমার কাছে ‘নাম ও কণ্ঠ রেকর্ড আছে’ : জামায়াতের নায়েবে আমীর ◈ রাজনী‌তির ময়দা‌নে আ‌লোচনা তু‌ঙ্গে, বাংলাদেশে সেফ এক্সিট কারা নিয়েছিলেন? ◈ বিমান নিরাপত্তায় বাংলাদেশে ঐতিহাসিক অগ্রগতি, নিন্দা থেকে প্রশংসায় বাংলাদেশ ◈ রোনালদোর রেকর্ড, হা‌ঙ্গে‌রির স‌ঙ্গে ড্র করায় বিশ্বকা‌পে ওঠার অপেক্ষা বাড়ল পর্তুগালের ◈ রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি : প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক ◈ সবার আগে ইউ‌রোপ থে‌কে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০১:৪৭ রাত
আপডেট : ১২ মে, ২০১৯, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিলুপ্ত প্রজাতি লজ্জাবতী বানর উদ্ধার

স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে পুলিশ। মৌলভীবাজার থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পরপর গিয়াসনগর ইউনিয়নের গুমরা এলাকায় একটি লজ্জাবতী বানর লোকালয়ে ঢুকে পরে।

স্থানীয় লোকজন বিষয়টি থানাকে জানালে পুলিশ সেখানে গিয়ে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে মৌলভীবাজারের বিট অফিসার মো. আনিসুজ্জামানের নিকট বানরটিকে হস্তান্তর করা হয়। তিনি জানিয়েছেন, বানরটিকে সংরক্ষিত অঞ্চলে অবমুক্ত করা হবে। বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ আসিফ বলেন, বন ধ্বংস এবং বনে খাদ্যের অভাবের কারণে বন্যপ্রাণীরা মূলত লোকালয়ে চলে আসে।

তিনি আরও জানান, লজ্জাবতী বানর নিশাচর প্রাণী। বছরে একবার একটি করে বাচ্চা দেয়। ইংরেজি নাম Slow loris Ges এবং বৈজ্ঞানিক নাম Nzcticebus coucang। গহীন সবুজ বনের ভেতরে লম্বা গাছের মগ ডাল থেকে গাছের কচি পাতা, গাছের আটা, কষ, ছোট ছোট পোকামাকড়, ছোট পাখি ও এবং বিভিন্ন প্রাণিদের ডিম এদের খাদ্য তালিকায় রয়েছে। তবে অন্য বানরের মতো এরা হাত দিয়ে খায় না। পাখির মতো সরাসরি মুখ লাগিয়ে খায়। তারা খুব শান্ত স্বভাবের।

অন্যান্য বন্য প্রাণীর চেয়ে তারা বেশ ধীরে চলে। বিশেষ প্রয়োজন না হলে দিনে এরা চলাচল করে না। অন্য প্রজাতির বানরের চেয়ে এদের লেজ খুবই ছোট। সাধারণত ৩০-৩৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। যা দূর থেকে তেমন একটা চোখে পড়ে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়