শিরোনাম
◈ খেলোয়াড়দের ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ নিউটনের বিরুদ্ধে, শাস্তি চায় মানবাধিকার কমিশন ◈ দেশের উন্নয়ন দেখে সহ্য হচ্ছে না বিএনপিসহ মির্জা ফখরুলের: আইনমন্ত্রী  ◈ আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে: মির্জা ফখরুল ◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ আশ্রয় আবেদন খারিজ হওয়ায় ১১ হাজার বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ১০:৫৭ দুপুর
আপডেট : ১১ মে, ২০১৯, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলবাড়ী সরকারি কলেজ ২০ বছরেও কাটেনি শিক্ষক ও আবাসিক সংকট

রজব আলী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজটি জাতীয় করণের ২০ বছর পেরিয়ে গেলেও, এখনো সমাধান হয়নি শিক্ষক ও আবাসিক সংকটের। ২০ বছর পূর্বে জাতীয় করণের সময় যে ভবন ছিল আজও সেই ভবনেই চলছে ক্লাস। শ্রেণি কক্ষের অভাবে নিয়মিত ক্লাস করতে পারছেনা শিক্ষার্থীরা।

কলেজের প্রতিষ্ঠালগ্নে নির্মিত পুরাতন ভবনটি ছাত্রদের আবাসিক হিসেবে ব্যবহার করলেও, ছাত্রীদের নাই কোন হোসটেল। এছাড়া কলেজের শিক্ষকদের আবাসিক কোয়াটার না থাকায় তারাও পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারছেনা, ফলে বাহীর থেকে চাকুরী করতে আসা শিক্ষকরা তদ্বির করে অন্যাত্র বদলি হয়ে চলে যাচ্ছে।

ফুলবাড়ী সরকারি কলেটিতে সরজমিনে গিয়ে দেখা যায়, কলেজটির একাডেমিক ভবনের উত্তর দিকে তিন তলা বিশিষ্ট একটি মাত্র ভবনে চলছে একাদশ শ্রেণি থেকে সম্মান শ্রেণি প্রর্যন্ত শিক্ষার্থীর ক্লাস, কলেজটিতে নেই কোন পৃথক ল্যাব ভবন। কলেজটি প্রতিষ্ঠা লগ্নে নির্মিত পুরাতুন ভবনটি এখন ছাত্র হোস্টেল হিসেবে ব্যবহার হচ্ছে।

ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজমুল হক বলেন, ফুলবাড়ী কলেজটি গত ১৯৮৯ সালের ৫ নভেম্বর জাতীয় করণ হলেও এখন পর্যন্ত কোন নতুন ভবন নির্মান হয়নি। গত ২০১১ সাল থেকে কলেজটিতে ৬টি বিষয়ে অনার্স চালু করার পর শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, বাহির থেকে এসে অনেক শিক্ষার্থী ভর্তি হলেও তাদের থাকার কোন ব্যবস্থা নাই। এজন্য তারা নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারছেনা।

অধ্যক্ষ্য নজমুল হক বলেন বর্তমানে এই কলেজটি ১৫টি বিভাগের মধ্যে বাংলা, ইংরাজি, রসায়ন, গনিত, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন বিষয়ে অর্নাস চালু রয়েছে, বর্তমানে এই করেজটিতে চার হাজারের অধিক শিক্ষার্থী রয়েছে। তিনি বলেন কলেজটিতে ১৫ বিভাগের ৫৭জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছে মাত্র ৩৭জন। ৫জন সহযোগী অধ্যাপক, ৩জন সহকারী অধ্যাপকসহ ২০জন শিক্ষকের পদ শূন্য রয়েছে।

জানাগেছে ফুলবাড়ীসহ আশপাশের শিক্ষার্থীরা যাতে উচ্চ শিক্ষা গ্রহন করতে পারে, সেই লক্ষে এই এলাকার তৎকালিন শিক্ষানুরাগী, সমাজ সচেতন ও রাজনৈতিক ব্যাক্তিরা ১৯৬৩ সালে ফুলবাড়ী পৌর শহরের পশ্চিম শাখা যমুনা নদি ও ফুলবাড়ী দিনাজপুর সড়ক যা বর্তমানে দিনাজপুর-ঢাকা মহাসড়েরে পাশে প্রায় ২১ একর জায়গার উপর ফুলবাড়ী ডিগ্রী কলেজটি প্রতিষ্ঠা করে। কলেজটি প্রতিষ্ঠার পর থেকে, ফুলবাড়ী, নবাবগঞ্জ, পার্বতীপুর ও বিরামপুর উপজেলার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহনের একমাত্র মাধ্যম হয়ে দাড়ায় এই কলেজটি। শুধু তাই নয় এই কলেজটি প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলে উচ্চ শিক্ষার হার বৃদ্ধি পায়, এই কলেজটি এই অঞ্চলের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, ১৯৬৯ এর গণআন্দোলন, ১৯৭০ সালের নির্বাচন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এই কলেজ থেকে এই অঞ্চলের নেতৃত্ব দেয়া হয়। পারবর্তিতে
স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম এই কলেজ থেকে সুচনা করা হয়েছিল।

ফুলবাড়ী কলেজের গুরুত্ব বিবেচনা করে ১৯৮৯ সালের ৫ নভেম্বর এই কলেজটিকে জাতীয় করণ করা হয়। কিন্তু কলেজটি জাতীয় করণের পর থেকে আজ পর্যন্ত কোন উন্নয়নের ছোয়া লাগেনি। পক্ষান্তরে কতিপয় প্রভাবশালী ব্যাক্তিরা রাজনৈতিক ক্ষমতার ব্যবহার করে সরকারি কলেজের জায়গা দখল করার অপচেষ্ঠা করে যাচ্ছে।

ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন এই কলেটিতে কোন উন্নয়নের ছোয়া পায়নি এতে করে কলেজটি পিছিয়ে পড়েছে, সেই সাথে এই অঞ্চলের শিক্ষাও পিছিয়েছে, সেই কারণে তারা কলেজটিতে শ্রেণি কক্ষ ও শিক্ষক-শিক্ষার্থীদের আবাসিক সংকট সমাধান করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়