শিরোনাম
◈ এসএমই মেলা-২০২৪ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ১১ মে, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অসৎ মালিক’নামা এবং সাংবাদিকদের ঢং!

আশিকুর রহমান অপু : সাংবাদিকদের ইদানীং ঢং হয়ে দাঁড়িয়েছে ‘অসৎ মালিক’ শব্দটি ব্যবহার করে নিজেদের ব্যর্থতা ঢাকবার চেষ্টা। আমার প্রশ্ন : ভাই সাহেবরা আপনারা কোনো মালিককে দুধে ধোয়া তুলসীপাতা ভেবে কাজ শুরু করেছিলেন বলেন তো। বেশিরভাগ মিডিয়া মালিকই বড় বড় ব্যবসায়ী, তাদের নামে বাজারে গল্পের অভাব নেই। এটা সবাই জানে এই মালিকেরা তাদের অন্য ব্যবসা বা রাজনীতির সুরক্ষায় মিডিয়া খোলে। এটা জেনে, বুঝেই আপনারা তাদের প্রতিষ্ঠানে চাকরি নেন। এটা অস্বীকার করবেন এমন একজনও কি আছেন? হ্যাঁ অনেকেই ভাবেন, এ রকম পরিস্থিতিতে চাকরি নিয়েও লড়াই চালাবেন ভালো কিছু বের করে আনার। সেখানে ব্যর্থতা বা সফলতা আসবে এটাই স্বাভাবিক।

এখন গোষ্ঠীসহ মিডিয়াকে বিপদে যারা ফেলেছেন তারা মালিকপক্ষ নন। মালিকেরা এমনই হবেন, এই পৃথিবীতে এটাই স্বাভাবিক। তাদের ব্যবসা যাদের হাতে সেই আপনারা সিনিয়র সংবাদকর্মীরা বেশিরভাগই ব্যর্থ মালিকের লাভ তুলে দিতে এবং পুরোপুরি ব্যর্থ পরবর্তী প্রজন্মের জন্য একটা ভালো কর্মপরিবেশ দিতে। আপনারা যারা নিজেদের বিশাল হ্যাডমওয়ালা ভাবেন, অথচ হাউজ টেকাতে কিছুই করতে পারছেন না, মালিকদের গালাগালি করা ছাড়া, তাদের এখন আত্মজিজ্ঞাসার সময়।

আপনারা কি যোগ্য লোক? গণমাধ্যম পরিচালনার বা হাউজে নেতৃত্ব দেবার প্রকৃত যোগ্যতা কি আপনার আছে? আপনার প্রতিষ্ঠানে যেসব জুনিয়র কর্মী, তারা কিন্তু বেশিরভাগই মালিক দেখে না, আপনাদের সিনিয়রদের দেখেই হাউজ বাছে। তাদের আস্থা রাখার যোগ্য কি আপনারা? দেশ কাঁপানো ৮০-৯০ দশকের প্রজন্ম বলেই কি আপনারা সফল? নাকি এই ২০১৯-এ গণমাধ্যমকে এমন বিপজ্জনক অবস্থায় নিয়ে আসার খলনায়ক আপনারা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়