শিরোনাম
◈ খেলোয়াড়দের ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ নিউটনের বিরুদ্ধে, শাস্তি চায় মানবাধিকার কমিশন ◈ দেশের উন্নয়ন দেখে সহ্য হচ্ছে না বিএনপিসহ মির্জা ফখরুলের: আইনমন্ত্রী  ◈ আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে: মির্জা ফখরুল ◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ আশ্রয় আবেদন খারিজ হওয়ায় ১১ হাজার বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৫ মে, ২০১৯, ০৯:০৫ সকাল
আপডেট : ০৫ মে, ২০১৯, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের খেদমতের দাবি নিয়ে আদালতে দুই ভাই

দুই সহদরের মধ্যে মায়ের খেদমত করাকে কেন্দ্র করে মামলা হয় সৌদি আদালতে। দুই সহদরই মায়ের খেদমতে করতে চাচ্ছিল, কিন্তু কেউ কাউকে এককভাবে খেদমতের সুযোগ দিতে রাজী নয়। আবার এ সুযোগ হারাতেও চায় না কেউ। পরিশেষে মায়ের খেদমত ‘কে’ করবে- এই নিয়ে দুই ভাই হাজির হন আদালতে। বড় ভাই বাদী হয়ে ছোট ভাইয়ের নামে মামলা দায়ের করে।

হিজান আল হারাবী ও তার ভাই'র মাঝে কয়েক বছর পূর্বে মায়ের খেদমাত নিয়ে মতানৈক্য দেখা দেয়। পরে বড় ভাই হিজান এ নিয়ে আদালতে মামলা করে। মামলায় ছোট ভাইর পক্ষে রায় দেয়া হয়। বড় ভাই মামলায় হেরে যান। কারণ বড় ভাই নিজেও বয়োবৃদ্ধ। একজন বৃদ্ধ আরেকজন বৃদ্ধের খেদমাত কিভাবে করতে পারে? এমন কারণ দেখিয়ে আদালত মায়ের খেদমতের জন্য ছোট ভাইকে সমর্থন করে।

রায় শুনে বড় ভাই হিজান আল হারাবী খুব কান্না করে। কান্নার পরিমাণ এমন ছিল যে, প্রতিটি সৌদিয়ান তাঁর কান্নায় ব্যাথিত -মর্মাহত হয়। মায়ের খেদমত করার জন্য সন্তানের এত ইচ্ছা আর প্রবল আবেগ থাকতে পারে! সেটা হিজান আল হারাবীকে না দেখলে বুঝা যেতো না।

এ ঘটনা মায়ের খেদমতের প্রতি সন্তানদের মনে অনেক প্রেরণা যুগিয়েছে। এ ঘটনা সকল সৌদির মনে গেঁথে আছে। সৌদি আদালতের ইতিহাসে এটি ছিলো এক বিরল দৃষ্টান্ত।

আল আরাবিয়া ডটনেটের খবর অনুযায়ী, মামলাকারী হিজান আল হারাবী ইন্তেকাল করেছেন। কিন্তু সে দেশের মানুষের মনে এ বিস্ময়কর দৃষ্টান্তের ছাপ আজও লেগে আছে।

প্রসঙ্গত, গত এক মাস পূর্বে মায়ের খেদমাতের অংশ পেতে আদালতে মামলাকারী সৌদির ইতিহাসে এই অদ্বিতীয় ব্যক্তি হিজান আল হারাবী এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হন। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়