শিরোনাম
◈ একের পর এক নিষেধাজ্ঞা, ঢাকা-দিল্লি সম্পর্ক কোন দিকে? নানা প্রশ্ন ◈ স্থলপথে কেন বাংলাদেশি পণ্যে নিষেধাজ্ঞা, জানাল ভারত ◈ খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ ◈ ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে-সৌদি আরবে ◈ সাফ শি‌রোপা জেতা হ‌লো না বাংলা‌ে‌দে‌শের, ভার‌তের কা‌ছে টাইব্রেকারে হে‌রে গে‌লো ◈ ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, দিলীপ ঘোষের হুঁশিয়ারি: ‘বাংলাদেশ টক্কর দিলে বাঁচবে না’ ◈ যে ‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত হয় ◈ আইসিসি’তে জয় শাহ: ক্রিকেটে শক্তির ভারসাম্য নষ্ট করছে ভারত? ◈ সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ নিয়ে যা জানালেন আইএসপিআর ◈ ‘ইউনিফর্ম পড়ে আসছি, আমি কাপুরুষ না’- চাকরিচ্যুত সেনাদের উদ্দেশ্যে সেনাবাহিনীর কর্মকর্তা (ভিডিও)

প্রকাশিত : ০৩ মে, ২০১৯, ১১:৩০ দুপুর
আপডেট : ০৩ মে, ২০১৯, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ার্নারকে নিয়ে স্ত্রী ক্যানডিসের আবেগী টুইট

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের সাফল্য ব্যর্থতায় তাদের সহধর্মিণীরাও হন আবেগী। কখনো উচ্ছ্বসিত তো কখনো বিষন্ন, স্বামীর সমালোচনায় করেন প্রতিবাদও। জার্সি বিতর্কে সাকিব আল হাসানের স্ত্রী শিশিরতো কাল ফেসবুক পোস্টে সাংবাদিকদেরও নিলেন এক হাত। এবার স্বামী ডেভিড ওয়ার্নারের অসাধারণ আইপিএল মৌসুম শেষে তার স্ত্রী ক্যানডিস ওয়ার্নার দিলেন আবেগঘন বার্তা।

নিজের ব্যাটিং প্রতিভা নতুন করে প্রমাণের কিছু ছিলনা অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনারের। আইপিএলেও প্রতি মৌসুমেই উজাড় করে দিয়েছিলেন নিজেকে। তবে একটা জায়গায় এবারের আইপিএল ভিন্ন মাত্রাই যোগ করেছিলো ডেভিড ওয়ার্নারের সামনে, তড়না ছিলো নিজেকে আরেকবার মেলে ধরার।

https://twitter.com/CandyFalzon/status/1122896147175985152

গতবছর কেপটাউনে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে স্টিভেন স্মিথের সাথে নিষিদ্ধ হন এক বছরের জন্য। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডও এক আসরের জন্য নিষিদ্ধ করে তাকে, ফলে মিস করেছেন গত আসরের আইপিএল। গত ২৯ মার্চ জাতীয় দলের নিষেধাজ্ঞা উঠার পাশাপাশি ফিরেছেন আইপিএলের এবারের মৌসুমের শুরু থেকেই।

তাই নিজের ব্যাটিং সামর্থ্যের একটা ঝলক দেখানোর তাড়ানা নিশ্চয়ই ছিলো ওয়ার্নারের। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে রান করেছেন সাবলীলভাবে। ১২ ম্যাচে ব্যাট হাতে নেমে ৩২ বছর বয়সী এই অজি ব্যাটসম্যান ১ সেঞ্চুরি ও ৮ হাফসেঞ্চুরিতে করেছেন ৬৯২ রান! আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ায় দলের ক্যাম্পে যোগ দিতে হবে বলে আইপিএলকে বিদায় জানাতে হচ্ছে ওয়ার্নারের। গত সোমবার (২৯ এপ্রিল) কোলকাতাকে হারানো ম্যাচে, এবারের মৌসুমে শেষবার ব্যাট হাতে নেমে খেলেছেন ৫৬ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস। ফিরে আসার মৌসুমটা দুর্দান্তভাবে শেষ করায় আনন্দিত ওয়ার্নার স্ত্রী টুইটারে দিয়েছেন আবেগঘন পোস্ট। ক্রিকেট নাইন্টি সেভেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়