শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ১০:১০ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপরাজিতা সংগীতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুরুষাতঙ্ক’ পেয়েছে বেস্ট সিনেমাটোগ্রাফি এওয়ার্ড

মৌরী সিদ্দিকা :  অপরাজিতা সংগীতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুরুষাতঙ্ক’ পশ্চিমবঙ্গের চলচ্চিত্র প্রেমীদের আয়োজন ‘ডিজিটাল ওয়ান্ডারল্যান্ড ফিল্ম ফেস্টিভ্যল’-এ পেয়েছে বেস্ট সিনেমাটোগ্রাফি এওয়ার্ড।

সারা দুনিয়ায় প্রতিনিয়ত বাড়ছে নারী নির্যাতন। প্রতিদিনই চারপাশে অহরহ ঘটছে নারী নির্যাতনের ভয়াবহ সব ঘটনা। এই পরিস্থিতিতে একজন নারী কিভাবে বেঁচে থাকে বা বেঁচে থাকার সংগ্রাম করে পুরুষতান্ত্রিক সমাজে, প্রতিনিয়ত নির্যাতিত হবার ভয়ে নারী কিভাবে ভুগতে থাকে পুরুষের আক্রমণের আতঙ্কে- সেই গল্পটাই স্বল্প পরিসরে বলার চেষ্টা করা হয়েছে ‘পুরুষাতঙ্ক’ ছবিটিতে।

ক্রিয়েটিভ প্রমোশনসের ব্যানারে নির্মিত পুরুষাতঙ্ক চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, নুসরাত জাহান খান নিপা, সৈয়দ জামাল, মামুনুর রশিদ, শুভ হাসান, সিকদার ডায়মন্ড।

‘পুরুষাতঙ্ক’ চলচ্চিত্রের নির্মাণ প্রসঙ্গে পরিচালক অপরাজিতা সংগীতা বলেন, একজন নারী নির্মাতা হিসেবে আমি কেবল আমার নারী সত্তার কিছু অনুভূতিকে এখানে তুলে ধরতে চেয়েছি। নারী কেবল মাংসপিন্ড নয়। নারীও পুরুষের সমান একজন মানুষ। এবং একজন মানুষের নিরাপদে বেঁচে থাকা তার মৌলিক অধিকার। এই নিরাপত্তা নিশ্চিত করার দায় রাষ্ট্র ও তার নারী পুরুষ সকল নাগরিকের।
নারী পুরুষের একটি মানবিক, সহানুভূতিশীল ও সমতার সমাজের দাবির গল্পই হচ্ছে ‘পুরুষাতঙ্ক’।

অপরাজিতা সংগীতা পরিচালিত ‘পুরুষাতঙ্ক’ চলচ্চিত্রটি ইতোমধ্যে দেশে-বিদেশে অনেকগুলো ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো - ইংল্যান্ডের ‘দ্য লিফট অফ সেশন’ । ‘দ্য লিফট অফ সেশন’ নামের এই গ্লোবাল প্ল্যাটফর্মে ‘পুরুষাতঙ্ক’ চলচ্চিত্রটি ফেব্রুয়ারি এবং মার্চ, ২০১৯-এ দুই সপ্তাহব্যাপী অনলাইনে স্ক্রিনিং হয়েছে। এছাড়াও লিফট অফ গ্লোবাল নেটওয়ার্কেও ফার্স্ট টাইম ফিল্ম মেকার সেশনে এ ও এক সপ্তাহব্যাপী অনলাইনে স্ক্রিনিং হয় ‘পুরুষাতঙ্ক’ চলচ্চিত্রের।

অপরাজিতা সংগীতার পরবর্তী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিভোল্ট (দ্রোহ)’ নির্মাণাধীন আছে।

নারী ও তার যাপিত জীবনের বাকস্বাধীনতাহীন বাস্তবতার গল্প ‘রিভোল্ট’। পুরুষতান্ত্রিক সমাজে নারীর জীবন ও কণ্ঠকে সীমাবদ্ধ করে দেয়ার একটা চেষ্টা চলে এসেছে হাজার বছর ধরেই। এই যে বারবার আরোপ করা হচ্ছে বিধিনিষেধ সেটা করছে পুরুষতান্ত্রিক মানসিকতা লালন করা যুবক, চাকরী ক্ষেত্রে পুরুষ বস থেকে একজন শ্রমজীবী বাসচালক, ধর্মের নামে পবিত্রতার বানী বিতরণ করা ধার্মিক থেকে পুলিশ, চলচ্চিত্র নির্মাতা, মুখোশধারী রাজনীতিবিদ প্রমুখ। তারা ধাপে ধাপে অবরোধ তৈরি করছে নারীর অগ্রগতিতে, চেপে ধরছে নারীর কণ্ঠস্বর। এমন একটা বাস্তবতায় যখন নারীর চলার পথ রুদ্ধ হয়ে যায়, যখন নারী বৃত্তবন্দী হয়ে পরে, তখন বৃত্তটাকে ভেঙ্গে ঘুরে দাঁড়ানোর কোনও বিকল্প থাকে না। নারীর ঘুরে দাঁড়ানোর গল্প নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিভোল্ট’।

রিভোল্ট চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি। সিনেমাটোগ্রাফি করেছেন অপু রোজারিও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়