শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০২:০৬ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাওয়াত ছাড়াই মোকাব্বির কাউন্সিলে এসেছিলো, একজন এসে পড়লে তো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া যায় না, বললেন সুব্রত চৌধুরী

লিয়ন মীর : গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, দলের কাউন্সিলে মোকাব্বির খানকে আমন্ত্রণ করা হয়নি। আমন্ত্রণ ছাড়াই তিনি চলে এসেছেন এবং কামাল হোসেনের পাশে বসেছেন। একজন সম্মানিত ব্যক্তি এভাবে চলে আসলে তো আর তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া যায় না। আমরা সেটা করতে পারি না। আমাদের দেশে এ রকম অভদ্রতা করা হয় না বলে তিনি মন্তব্য করেন।

দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করার পরেও দলের কাউন্সিলে মোকাব্বির খানের উপস্থিতি সম্পর্কে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, শুধুমাত্র ভদ্রতার খাতিরেই মোকাব্বির খানকে কাউন্সিল থেকে বের করে দেয়া হয়নি। এটা আমাদের ব্যর্থতা। যার ফলে দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন এবং অসন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু সেই পরিস্থিতিতে অন্য কিছুই করার ছিলো না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণফোরাম থেকে নির্বাচিত দু’জন সংসদ সদস্য দলের সিদ্ধান্ত অমান্য করে শপথ গ্রহণ করায় দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সুলতান মনসুরকে সঙ্গে সঙ্গেই বহিষ্কার করা হয়েছে। মোকাব্বির খানকে শোকজ করা হয়েছে। মোকাব্বিরের তো এখন অপেক্ষা করার কথা। কিন্তু তিনি সেটা না করে কাউন্সিলে এসে উপস্থিত হয়েছেন। এটা আমাদের সবার জন্য অস্বস্তিকর ছিলো। তিনি হয়তো অজুহাত দেখাতে পারবেন তাকে তো এখনো বহিষ্কার করা হয়নি। কিন্তু কাউন্সিলে অংশগ্রহণ করার আগে মোকাব্বির খানের মনে রাখা উচিত ছিলো যে, তাকে শোকজ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়