শিরোনাম
◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর ◈ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি ◈ সরকারি সুবিধা একীভূত করতেই ফ্যামিলি ও ফার্মার কার্ড: তারেক রহমান (ভিডিও) ◈ উপসাগরের পথে মার্কিন রণতরী, ইরানে হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ফ্লাইট বাতিল ◈ দ্রুত পোস্টাল ভোট পাঠাতে ইসির অনুরোধ, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর পাওয়া পোস্টাল ব্যালট গণনায় আসবে না ◈ জামায়াত নেতার বক্তব্যকে অপকৌশল আখ্যা, ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ নাকচ বিএনপির

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৯, ০৬:২১ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৯, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুষ্টির অভাবে বাংলাদেশের শিশুরা খর্বকায় হচ্ছে, হারাচ্ছে ওজন

মো. আল-আমিন : পুষ্টির অভাবে বাংলাদেশে ৫বছরের কম বয়সী শিশুদের প্রায় এক-তৃতীয়াংশের উচ্চতা ও ওজন বয়সের তুলনায় কম হচ্ছে। আর ১৪ শতাংশ কৃশকায়। একইভাবে তাদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ভীষণভাবে বাধাগ্রস্ত হচ্ছে। পার্সটুডে

বিশেষজ্ঞের মতে, অপুষ্টির শিকার শুধু পাঁচ বছরের কম বয়সী শিশুরাই নয়, কিশোরকিশোরী, প্রস‚তি মা, এমনকি প‚র্ণবয়স্ক নারী-পুরুষদের মধ্যেও অপুষ্টির মাত্রা উদ্বেগজনক। পরিণত বয়সের আগেই মা হয়েছেন এমন নারীদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনকভাবে বেশি। মায়েদের অপুষ্টির কারণে নবজাতক ও দুগ্ধপোষ্য শিশুদেরও পুষ্টির অভাব ঘটে।

এ প্রসঙ্গে শিশু বিশেষজ্ঞ ডাক্তার এম এম হক বলেছেন, যেসব শিশু পুষ্টিহীনতায় ভোগে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে তারা সহসাই ঘন ঘন জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, কানপাকা- এসব রোগে আক্রান্ত হয়ে থাকে।

শিশুদের অপুষ্টির কবল থেকে রক্ষার জন্য তিনি পরামর্শ দেন, জন্মের প্রথম ছয়মাস শুধু বুকের দুধ ও এরপর ঘরে তৈরি সুষম খাবার দিতে হবে। ধীরে ধীরে তাদের খাবার তালিকায় ফল, শাকসবজি, মাছ, ডিম ও মাংসের প্রোটিন যুক্ত করতে হবে এবং সময় মত প্রতিষেধক ইনজেকশন দিতে হবে। তাছাড়া ডায়েরিয়া বা নিউমোনিয়ার পর শিশু দুর্বল হয়ে যায় বলে তাকে অতিরিক্ত পুষ্টিকর খাবার দিতে হবে। সুস্থ সবল শিশুর জন্ম দানের জন্য গর্ভবতী মায়ের প্রতি যত্নশীল হতে হবে এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিতে হবে।

ওদিকে সরকারের পুষ্টি প্রকল্পের সাথে যুক্ত কর্মকর্তারা বলেছেন, দারিদ্র্য হ্রাস, সম্পদ বৃদ্ধি ও শিক্ষিত মা-বাবার সংখ্যা ক্রমেই বাড়ার ফলে গত এক দশকে পুষ্টি পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু এর গতি অত্যন্ত ধীর। তাছাড়া, অপুষ্টির কিছু মৌলিক কারণ রয়েছে, যেগুলো দুর করতে হলে জাতীয় সম্পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার বণ্টনব্যবস্থার বৈষম্য কমাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়