তরিকুল সুমন : ড. কামাল হোসেন একজন মহান নেতা মন্তব্য করে সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, ড. কামালের নেতৃত্বে যে ঐক্য তা স্বাধীনতা বিরোধী ঐক্য নয়, এটা স্বাধীনতার পক্ষের ঐক্য। এখানে স্বাধীনতা বিরোধীদের কোনো স্থান নেই।
বুধবার জাতীয় সংসদে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিখোঁজ বিএনপির নেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করার জন্য মোকাব্বির খান একটি কমিশন গঠনের দাবি জানান। তাকে খুঁজে বের করা সরকারের দায়িত্ব বলেও জানান তিনি। মোকাব্বির খান বলেন, দেশে ব্যাংক লুট পাট হচ্ছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে। এর বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।