মুসবা তিন্নি : বাংলাদেশ ভ্রমণরত বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে একথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
এসময় পর্যটন খাতের উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একইসাথে বিদেশি পর্যটকদের আকর্ষণে সেবায় নতুনত্ব আনা প্রয়োজন বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত ও ম্যানগ্রোভ বন আমাদের দেশে অবস্থিত। পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে ইতোমধ্যে নদীকেন্দ্রিক পর্যটনের বিকাশে কাজ শুরু করেছি। অবকাঠামো উন্নয়নসহ চলমান অন্যান্য কার্যক্রমের পাশাপাশি বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।