শিরোনাম
◈ ‘ভিক্ষুকের’ বাসায় পুলিশের অভিযান, মিলল ৪ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা ◈ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ◈ সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে, আছে ৮ লাখেরও বেশি কর্মী ◈ ট্রাম্পের শুল্কে বন্ধ ভারতের কারখানা, রপ্তানি হুমকিতে ◈ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রকৌশল শিক্ষার্থীদের: আল্টিমেটাম রাত ৮টা পর্যন্ত ◈ সব আসামি গ্রেপ্তার না হলে খাবার মুখে নেব না: ‘মব’ করে পিটুনিতে নিহত মাহিনের মা ◈ ডাকসুর ভিপি-জিএস পদে কার ব্যালট নম্বর কত ◈ ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আহত ২, গ্রেপ্তার ৬ ◈ নোয়াখালীতে ঘাট দখল-চাঁদাবাজি: ভাগ যাচ্ছে রাজনৈতিক নেতা ও প্রশাসনের পকেটে

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০৭:৩১ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪২৬ শুরু “আলপনায় বৈশাখ” দিয়ে

জাবের হোসেন : বৈশাখ মানেই রঙের ছড়াছড়ি। বাঙালি সংস্কৃতির অন্যতম দিনটিতে রঙিন সাজে সাজতে কে না চায়? তাই বাংলা বর্ষের প্রথম দিনটিতে নিজেকে আলপনার রঙে রাঙানোর পাশাপাশি বর্ণিল রঙের ছোঁয়ায় রাঙিয়ে নিতে চাই নিজেকে । লোকজ শিল্পের ছোঁয়ায় বর্ষবরণ যেন হয়ে ওঠে আরও প্রাণবন্ত। জাগো নিউজ।

বিদায় নিলো ১৪২৫ বঙ্গাব্দ। বিদায় দিনে দেশেব্যাপী পালিত হয়েছে চৈত্র সংক্রান্তি। আজ রোববার পহেলা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ। ১৪২৫ বিদায় ও ১৪২৬ বঙ্গাব্দ বরণে শনিবার রাতে জাতীয় সংসদ ভবনের সম্মুখের মানিক মিয়া এভিনিউয়ে উৎসবে মেতেছেন ঢাকাবাসী।

সংসদ ভবনের সামনে আয়োজন করা হয়েছে আলপনায় বৈশাখ। এতে উপস্থিত রয়েছেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ অনেকে। রয়েছে দর্শনার্থীদের ভিড়।

রাত সাড়ে ১০টার দিকে কবিতা আবৃত্তির সঙ্গে নাচ দিয়ে আলপনায় বৈশাখ শুরু হয়। এর গান ও নৃত্যে মেতে ওঠে মানিক মিয়া এভিনিউ। রাত ১০টা থেকে মানিক মিয়া এভিনিউয়ে অবস্থান করে দেখা যায়, তরুণ-তরুণী, শিশুসহ মা-বাবাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ।

এরপর রাত ১২টা ১ মিনিটে এ বছর সপ্তমবারের মতো মানিক মিয়া এভিনিউয়ের পুরো রাস্তায় দেশের বৃহত্তম আলপনা আঁকা উৎসবের উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রখ্যাত শিল্পী মোহাম্মদ মনিরুজ্জামান ও শেখ মনিরুজ্জামান লিটন আলপনা আঁকার কার্যক্রম পরিচালনা করেন। এই আলপনা আঁকা চলবে ভোর পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়