শিরোনাম
◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ০১:৪৩ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামায় ১৭৬ দরিদ্র পরিবার পাচ্ছেন বিনামূল্যে ২৫০টি গবাদিপশু

লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলার ১৭৬ দরিদ্র পাহাড়ি ও বাঙ্গালী পরিবার পাচ্ছেন বিনামূল্যের ২৫০টি গবাদিপশু। দরিদ্র মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষে উপজেলার রুপসীপাড়া, সদর ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ১৬টি পাড়ায় এসব গবাদিপশু বিতরণের উদ্যোগ নেয় বেসরকারি সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প।

শনিবার বিকালে রুপসীপাড়া ইউনিয়নের নয়াপাড়ায় বিতরণ অনুষ্ঠানে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভি.এফ.এ মো. ইসমাইল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকুমার দেওয়ানজী, প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার, কারিতাস স্যাপলিং প্রকল্পের মাঠ কর্মকর্তা জুয়েল মজুমদার, সাংবাদিক মো. নুরুল করিম আরমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিতরণকৃত গবাদিপশুর মধ্যে রয়েছে ছাগল ও শুকর। প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার বলেন, দরিদ্র মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষে দরিদ্র পরিবারের মাঝে গবাদি পশু বিতরণের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে ৭৬টি পরিবারের মাঝে ৯৫টি ছাগল ও শুকর বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী পরিবারগুলোর মধ্যেও গবাদি পশু প্রদান করা হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়