মঈন মোশাররফ : জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশ বিপর্যয়ের কারণে বাংলাদেশের ১৯ মিলিয়ন শিশুর জীবন ও ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। তাছাড়া বহু পরিবার তাদের শিশু কন্যাকে বিয়ের দিকে ঠেলে দিচ্ছে বলেও ইউনিসেফ শুক্রবার জানিয়েছে।
এ প্রসঙ্গে শিশু অধিকার বিষয়ক বিশেষজ্ঞ গিয়াস উদ্দিন মঙ্গলবার সাউথ এশিয়ান মনিটরকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে জনগণ দরিদ্র হয়ে পড়েছে এবং দারিদ্র বাল্যবিবাহের একটি প্রধান কারণ। সাম্প্রতিক দশকে শিশু উন্নয়নের বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হলেও সমাজে বাল্যবিবাহ এখনও রয়ে গেছে।
একই প্রসঙ্গে বাংলাদেশে শিশু সুরক্ষা বিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞ কৃস্টিনা ওয়েসলান্ডের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ৩.৪৫ মিলিয়ন বাংলাদেশী শিশুকে শিশুশ্রমে জড়াতে হচ্ছে। জলবায়ু পরিবর্তন সন্দেহাতীতভাবে শিশুশ্রমের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। সেখানে তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং সহিংসতা ও অপব্যবহারের শিকার হচ্ছে।