শিরোনাম
◈ এসএমই মেলা-২০২৪ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০১:৪৮ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট বাতৌফ্লিকা

আব্দুর রাজ্জাক : গণবিক্ষোভের মুখে ২০ বছরের শাসনের অবসান ঘটালেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলআজিজ বাতৌফ্লিকা। প্রায় ৬ বছর ধরে অসুস্থ থাকা এই নেতা ২৮ এপ্রিলের আগেই পদত্যাগ করবেন বলে গত সোমবার ঘোষণা করেছিলেন। রয়টার্স

পদত্যাগের পর এক বিবৃতিতে বাতৌফ্লিকা বলেন, ‘আমি চলমান অস্থিরতার অবসান ঘটাতেই ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। মূলত ২০১৩ সালে স্ট্রোক করার পর আমি অসুস্থ হয়ে পড়ি এবং যোগাযোগের ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ি।’

বাতৌফ্লিকার পদত্যাগের দাবিতে আলজেরিয়ায় প্রায় দেড়মাস ধরে বিক্ষোভ করে আসছে দেশটির তরুণরা। তাদের দাবিতে সমর্থন দিয়ে দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্টকে ক্ষমতার অযোগ্য ঘোষণার দাবিও জানিয়েছিলো।

মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেয়ার পরও আলজেরিয়ার রাজধানীতে ব্যাপক মিছিল হয়েছে। সেখানে আবারো তরুণরা মাথায় ক্যাপ পরে দেশটির প্রেসিডেন্টের পদত্যাগে আনন্দ র‌্যালি করেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়, আলজেরিয়ার সাংবিধানিক কাউন্সিলের প্রধানের কাছে বাতৌফ্লিকা তার পদত্যাগ পত্র জমা দিচ্ছেন। সেসময় দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের চেয়ারম্যান আব্দেলকাদের বেনসালাহও উপস্থিত ছিলেন। বেনসালাহ আগামী ৯০ দিনের মধ্যে একটি জাতীয় নির্বাচন আয়োজন পর্যন্ত দেশটির প্রধানের দায়িত্ব পালন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়