মঈন মোশাররফ : দক্ষিণ এশিয়ায় চীনের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাংলাদেশ। চীন গত ৫ বছরে ৮,১০৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এ প্রসঙ্গে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী সোমবার সাউথ এশিয়ান মনিটরকে বলেন, বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হলো চীন। বাংলাদেশের উন্নয়নের মহাসড়ক আজ অনেক প্রশস্ত আর চীন হলো এই সফরে গুরুত্বপূর্ণ অংশীদার।
তিনি আরো বলেন, চীন ও বাংলাদেশ উভয় দেশের বিপুল জনসংখ্যা। দুই দেশের লক্ষ্যও অভিন্ন। আগামী ১০-১৫ বছরে বাংলাদেশে চীন ৫০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে জ্বালানি, বিদ্যুৎ, পরিবহন ও যোগাযোগ খাতে হবে এসব বিনিয়োগ।