শিরোনাম
◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি ◈ বাংলাদেশে আগ্নেয়াস্ত্র লাইসেন্স: কীভাবে পাবেন, কী কী শর্ত মানতে হবে?

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৭:২১ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে নির্বাচনের খরচ বিশ্বে সবচেয়ে বেশি

ডেস্ক রিপোর্ট : বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনের খরচের হিসেবে ভারতের নির্বাচনের খরচই সবচেয়ে বেশি। এমনকি যুক্তরাষ্ট্রের নির্বাচনের চেয়েও তা এক বিলিয়ন বেশি হবে। এবারের লোকসভা নির্বাচনেই খরচ হতে চলেছে প্রায় ৫০ হাজার কোটি রুপি। নয়াদিল্লির সেন্টার ফর মিডিয়া স্টাডিজের (সিএমএস) তথ্য মতে, ২০০৬ সালে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনে সাড়ে ছয় বিলিয়ন ডলার খরচ হয়েছিল। কিন্তু ভারতের ভোটে এবার খরচ হতে চলেছে প্রায় ৭ বিলিয়ন ডলার। নির্বাচন কমিশন এবছর সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন বাবদ যে খরচ হবে তাকেও প্রার্থীর খরচের মধ্যে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। তবুও এবারের নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনে বিরাট অঙ্কের টাকা খরচের সম্ভাবনা রয়েছে বলে তাদের রিপোর্টে উল্লেখ করেছে সেন্টার ফর মিডিয়া স্টাডিজ। তাদের রিপোর্টে বলা হয়েছে, নির্বাচনের বিজ্ঞাপনেই খরচ হতে চলেছে প্রায় ২৬০০ কোটি রুপি।

এবার এপ্রিলের ১১ থেকে ১৯শে মে পর্যন্ত, এই দীর্ঘ সময়ে সব কেন্দ্রেই চলবে রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের ব্যাপক প্রচার। সিএমএসের মতে, ২০১৪ সালের নির্বাচনের চেয়ে এবার প্রায় ৪০ শতাংশ খরচ বেড়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়া, যাতায়াত, বিজ্ঞাপনেই খরচ বাড়বে বেশি। সংস্থাটির মতে, ২০১৪ সালের নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় খরচ হয়েছিল প্রায় ২৫০ কোটি রুপি। এবার সেই খরচ পৌঁছতে পারে ৫ হাজার কোটি রুপিতে। হেলিকপ্টার থেকে শুরু করে পরিবহনের অন্য খরচও বেড়ে যাবে বিরাট ভাবে। ফলে নির্বাচনের সামগ্রিক খরচে তার প্রভাব পড়বে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রার্থী সংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে খরচ বেশি হওয়ার। ভোটারদের খুশি করতে নানা ধরনের খরচ করে থাকে রাজনৈতিক দলগুলো। ভোট পাওয়ার আশায় প্রার্থীরা ঘুষ দেয়ার চেষ্টা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়