ডেস্ক রিপোর্ট : মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছে স্পেন। স্পেনের পাবলিক টেলিভিশন আরটিভিই এটি তৈরি করতে যাচ্ছে। এজন্য বাংলাদেশ সরকারের কাছে ঢাকায় আসার অনুমতি চেয়েছেন আরটিভিই’র তিনজন সাংবাদিক । অনুমতি মিললে আগামী ২৩ মার্চ ১০ দিনের জন্য বাংলাদেশে আসবেন তারা। কূটনৈতিক সূত্রে একথা জানা গেছে।
চলচ্চিত্রটির একটি পর্বে বিশ্ব খাদ্য কর্মসূচি-ডাব্লিওএফপি’র একজন সদস্য কাজ করবেন। এজন্য আরটিভিই’র ওই তিনজন সাংবাদিককে ভিসা দেওয়ার আবেদন জানিয়েছেন কক্সবাজারে ডাব্লিওএফপি’র যোগাযোগ বিভাগের প্রধান জেম্মা স্নোডন। আরটিভিই’র সাংবাদিক তিনজন হলেনঃ ফ্রান্সিসকো কেবাললেরো ক্যারামস, কার্লস ফেলিক্স মার্টিন্স ও মারিয়া রেভিল্লা হারনান্দো।
সূত্র : ডিপ্লোম্যাট ডট কম