শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেইলর জানান বাংলাদেশী বোলাররা ভালো বল করে, আমি নিশ্চিত আমাদের চাপের মুখে রাখবে

আশরাফ রাসেল : আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশী বোলাররা কিউই ব্যাটসম্যানদের চাপের মুখে রাখবে, এমনই মন্তব্য করেন অভিজ্ঞ ক্রিকেটার রস টেইলর। হ্যামিল্টনের অনুষ্ঠিতব্য প্রথম টেস্টে মাঠে নামার আগে প্রতিপক্ষ বোলারদের সমীহ করছেন ৩৪ বছর বয়সী টেইলর।

টাইগারদের বিপক্ষে সিরিজটি প্রসঙ্গে তিনি বলেছেন, গত সিরিজে (ওয়ানডে) বাংলাদেশী বোলারদের বোলিং দেখেছি এবং আমি নিশ্চিত যে তারা আমাদের চাপের মুখে রাখবে।

সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোর সেরা ওয়ানডে ইনিংস খেলা ব্যাটসম্যানের পুরষ্কার লাভ করেছেন রস টেইলর। ২০১৮ সালের মার্চে ডুনেডিনে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ১৮১ রানে অপরাজিত ছিলেন তিনি। ইনজুরি আক্রান্ত টেইলর ১ পায়ে খেলেছিলেন সেই ম্যাচটিতে। দুর্দান্ত এই ইনিংসটির কল্যাণে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে ইনিংসের পুরষ্কার নিজের করে নিয়েছেন এই কিউই।

সেই ম্যাচটি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এটি সম্ভবত এক বছর আগে হয়েছিলো, সুতরাং আমার খুব বেশি মনে নেই। ফিজিও মাঠে এসে আমাকে জিজ্ঞেস করেছিলো যে আমি খেলতে পারবো কিনা এবং আমি বলেছিলাম আমি চেষ্টা করবো,আর সেটাই আমি করেছি।

উল্লেখ্য আগামী ২৮শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। কিউইদের স্কোয়াডের অপরিহার্য সদস্য হিসেবে থাকছেন টেইলর। এখন পর্যন্ত টাইগারদের বিপক্ষে মোট ৭টি টেস্ট খেলেছেন তিনি। যেখানে ৪৪.৩০ গড়ে ৪৪৩ রান করার পাশাপাশি হাঁকিয়েছেন ৫টি অর্ধশতক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়