শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৪ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিরচেনা গুলিস্তানের রূপ পাল্টে দিল পুলিশ!

সুজন কৈরী : চিরচেনা গুলিস্তানের রূপ পাল্টে দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গুলিস্তান এলাকার ফুটপাতে নেই কোনো দোকান। যেসব ফুটপাতে দোকানের কারণে পথচারীদের যাতায়াতে বিঘ্ন ঘটতো সেসব ফুটপাত দিয়েই বর্তমানে নির্বঘ্নে যাতায়াত করছেন পথচারীরা। ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের এক অভিযানে হকারমুক্ত হওয়ায় পথচারীদের মধ্যে সস্তি ফিরেছে।

জানা গেছে, ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগ গত ২০ ফেব্রুয়ারি গুলিস্তান এলাকায় অভিযান চালায়। অভিযানকালে গুলিস্তান ট্রেড সেন্টার, গুলিস্তান শপিং কমপ্লেক্স, ঢাকা ট্রেড সেন্টার, সুন্দরবন মার্কেট, সার্জেন্ট আহাদ পুলিশ বক্স, বঙ্গবন্ধু পাতাল মার্কেট, গোলাপ শাহ মাজার, জাতীয় গ্রন্থকেন্দ্র, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক এলাকা থেকে সকল প্রকার হকার উচ্ছেদ করে। এরপর থেকে ট্রাফিক বিভাগ নতুন করে কোনো হকারকে বসতে দিচ্ছে না। হকারমুক্ত ফুটপাতের এমন চিত্র ধরে রাখতে ডিএমপির পক্ষ থেকে নেয়া হয়েছে নানা ব্যবস্থা।ফুটপাত ও রাস্তা হকারমুক্ত রাখতে মোতায়েন রয়েছে পুলিশ।

ট্রাফিক বিভাগ বলছে, গুলিস্তানের মতো ব্যস্ত জায়গায় ফুটপাত দখল থাকার কারণে পথচারীরা ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হন। যার ফলে একদিকে যেমন পথচারীদের চলাচলে বাধাগ্রস্ত হয়, অন্যদিকে রাস্তা দিয়ে হাঁটার ফলে সৃষ্টি হয় যানজট। সেইসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের ঘটনাও ঘটে। পথচারীরা যেন ফুটপাত দিয়ে নিরাপদে চলাচল করতে পারে এবং যানজট নিরসনের বিষয়টি মাথায় রেখে গুলিস্তান এলাকায় হকারমুক্ত অভিযান চালানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়