আরিফ জেবতিক
যারা আশ্চর্য হয়ে বলছেন যে এতো এতো সিকিউরিটির বেড়াজাল ডিঙিয়ে একজন সন্ত্রাসী বিমানের ভেতরে প্রবেশ করলো কীভাবে, তারা সম্ভবত বিমানবন্দর ব্যবহারের সময় এর নিরাপত্তা বিষয়ক ফাঁকগুলো খেয়াল করেন না। দেশের বিমানবন্দরগুলো, বিশেষ করে ঢাকার বাইরের বিমানবন্দরগুলোর নিরাপত্তার ব্যবস্থায় দুর্বলতা আছে। একটু ধূর্ত চোখে খেয়াল করলে, সেই দুর্বলতাগুলো আমাদের মতো নন প্রফেশনালদের চোখেই পড়ে যায়, দেশের প্রফেশনালদের চোখে না পড়ার কোনো কারণই নেই (আমি নিজে যে ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ লুপহোলগুলো দেখেছি, সেগুলো নিয়ে প্রকাশ্যে আলোচনা করা সমীচীন মনে করি না, কিন্তু কর্তৃপক্ষের আগ্রহী কেউ হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো তাদের বলতে পারি)।
এই ‘সিমলা প্রেমিক’-এর কা- আমরা হেসে উড়িয়ে দিতে পারি, কিন্তু এটি হয়তো আমাদের জন্য একটি সতর্ক সংকেত। রাখাল বালককে বিশ্বাস করুন কি, না করুন, পালে যে বাঘ পড়তে পারে, সে আশঙ্কা কিন্তু সবসময়ই আছে। ফেসবুক থেকে