শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৯ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলিজাবেথ টেস্টে ইতিহাস রচনা করে র‌্যাঙ্কিংয়ে ফার্নান্দোর বড় লাফ

স্পোর্টস ডেস্ক : পোর্ট এলিজাবেথ টেস্টে ইতিহাস রচনা করে দারুণ এক ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার। ওশাদা ফার্নান্দো মাঠের পারফরম্যান্সের পুরস্কার পেলেন র‌্যাঙ্কিংয়ে। ডানহাতি ব্যাটসম্যান এক লাফে এগোলেন ৩৫ ধাপ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথে লক্ষ্য তাড়ায় তৃতীয় উইকেটে কুশল মেন্ডিসের সঙ্গে অবিচ্ছিন্ন ১৬৩ রানের জুটি গড়েন ফার্নান্দো। দ্বিতীয় টেস্ট ৮ উইকেটে জিতে প্রথম এশিয়ান দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের কীর্তি গড়ে শ্রীলঙ্কা। ফার্নান্দো খেলেন অপরাজিত ৭৫ রানের ইনিংস। মেন্ডিস অপরাজিত ছিলেন ৮৪ রানে।
সেটিরই প্রতিফলন গত রোববার আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে। মাত্র দুই টেস্ট খেলেই ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৬৫তম স্থানে উঠে এসেছেন ফার্নান্দো। মেন্ডিস এগিয়েছেন ১১ ধাপ, আছেন ১৮তম স্থানে। নিরোশান ডিকভেলা আট ধাপ এগিয়ে আছেন ৩৭তম স্থানে।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সুরঙ্গা লাকমাল তিন ধাপ এগিয়ে ৩০তম, বিশ্ব ফার্নান্দো ছয় ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৩তম, কাসুন রাজিথা আট ধাপ এগিয়ে ৫১তম স্থানে আছেন।
র‌্যাঙ্কিংয়ে উন্নতি অব্যাহত রয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার ডুয়ান অলিভিয়েরের। ২৬ বছর বয়সি পেসার মাত্র ১০ টেস্টেই সেরা বিশে প্রবেশ করেছেন। দ্বিতীয় টেস্টে তিনি ৪ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে আছেন ১৯তম স্থানে।
ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। তিন বিভাগে শীর্ষে আছেন যথারীতি বিরাট কোহলি, প্যাট কামিন্স ও জেসন হোল্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়