জিয়ারুল হক: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। দু’পাড়ে আটকা পরেছে হাজারো যানবাহন। মাঝ নদীতে আটকা আছে ৪টি ফেরি। একাত্তর টিভি
ঢাকার সঙ্গে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহনগুলোর যাতায়াতের অন্যতম রুট দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুট। ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ আছে। মাঝ নদীতে শতাধিক যানবাহন নিয়ে আটকা পড়ে আছে ৪টি ফেরি। পাড়াপাড়ের অপেক্ষায় এদিকে নদীর দু’পাড়ে আটকা পড়ে আছে হাজারো যানবাহন। জনভোগান্তি চরমে পৌঁছেছে।