শিরোনাম
◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর ◈ জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা প্রশ্নে রুল ◈ দুর্নীতি মামলায় সাজা: রায় নিয়ে যা বললেন টিউলিপ সিদ্দিক ◈ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আদালতে সাজা: বাংলাদেশে প্রভাব এবং ভবিষ্যৎ রাজনীতি ◈ ক্ষমতায় না থেকেও ক্ষমতার দাপট দেখাচ্ছেন অনেকে: শফিকুর রহমান (ভিডিও) ◈ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনীতিতে নানা আলোচনা ◈ চকবাজারে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ◈ ১৬ হাজার কোটি টাকার ১৮ প্রকল্প অনুমোদন দিলো একনেক

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৫ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল নেটওয়ার্কের ৫জির জন্য দেশীয় কোম্পানিগুলোকে পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প

আব্দুর রাজ্জাক : তার বিহীন মোবাইল নেটওয়ার্কের সুপারফাস্ট গতির জন্য পঞ্চম প্রজন্মের কথা ভাবছে পুরো বিশ্ব। কিন্তু এই প্রযুক্তির উন্নয়নে বেশিরভাগ রাষ্ট্রের তেমন কোন প্রস্তুতি নেই। তবে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ৫জি উন্নতিতে চীনের হুয়াওয়ে এখনো সর্বাগ্রে। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশীয় কোম্পানিগুলোকে এ বিষয়ে প্রস্তুতি ও পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বিদেশী কোম্পানিগুলোকে নিষিদ্ধ করার আভাস দিয়েছেন। রয়টার্স, স্ট্রেইট টাইমস, ডেইলি মেইল

গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ট্রাম্প ৫জি নিয়ে বিবৃতি দেন। তিনি বলেন, ‘এই অগ্রসর প্রযুক্তির উন্নয়নে নিজস্ব উপকরণ ব্যবহারে পদক্ষেপ নিতে হবে। তবে বিদেশী কোম্পানিগুলো নিষিদ্ধ করতে আমি প্রস্তুত নই।’

আসলে ট্রাম্প বিদেশী কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে যাচ্ছেন না সেগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছেন তা তার এ বক্তব্যে স্পষ্ট হয়নি। তবে এ প্রযুক্তিতে এগিয়ে থাকা চীনের হুয়াওয়ের বিরুদ্ধে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে। গত ডিসেম্বরেই মার্কিন কর্তৃপক্ষের অনুরোধে কানাডা হুয়াওয়ের প্রধান নির্বাহী মেং ওয়াংঝুকে আটক করেছিলো। এবং মার্কিন আহ্বানে ইতোমধ্যেই হুয়াওয়ের ৫জি উপকরণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

বিভিন্ন গণমাধ্যম ট্রাম্প তার বক্তব্যে বিদেশী কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার আভাস দিয়েছেন বলে ব্যাখ্যা করা হয়েছে। তবে ট্রাম্প বলেছেন, ‘আমাদের প্রতিযোগিতায় টিকতে হবে। আর এখনই অগ্রসর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ করা যাবে না।’

তিনি আরো বলেন, ‘আমরা শিগগিরই ৫জি এমনকি ৬জিও চাই। তবে তা বিদেশী কোম্পানি নয় বরং নিজস্ব প্রযুক্তিতে হতে হবে। তাই মার্কিন কোম্পানিগুলোকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়