শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৮ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের সামরিক আদালতের মৃত্যুদন্ড রায় গ্রহণযোগ্য নয়, আন্তর্জাতিক আদালতে দাবী ভারতের

নূর মাজিদ : হেগের আন্তর্জাতিক আদালতে পাকিস্তানে মৃত্যুদ-প্রাপ্ত ভারতীয় গুপ্তচর কূলভূষণের যাদবের সাজা বাতিলে তৃতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকালের শুনানিতে মামলার বাদি ভারত পাকিস্তানের সামরিক আদালতে যাদবের বিচারের যৌক্তিকতা এবং সামগ্রিক বিচার প্রক্রিয়া নিয়েই অভিযোগ তোলে। ভারতের দাবী পাকিস্তানের সামরিক আদালতে অসচ্ছ প্রক্রিয়ায় যাদবের বিচার হয়েছে এবং এই বিচারের রায় প্রশ্নবিদ্ধ করার মতো যথেষ্ট কারণ রয়েছে। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস

মামলার শুনানিতে বাদিপক্ষের প্রধান আইনজীবী ও দিল্লী হাইকোর্টের কাউন্সাল হরিশ সালভে আদালতকে জানান, যাদব একজন বেসামরিক নাগরিক যাকে পাকিস্তান অপহরণ করে। তিনি কখনোই পাকিস্তানে অনুপ্রবেশ করে সন্ত্রাসবাদি তৎপরতায় জড়িত হননি। বরং, সামরিক আদালতে তার বিচার অসচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে করা হয়। এসময় তাকে প্রয়োজনীয় আইনি সহায়তাও দেয়া হয়নি। ফলে তাকে দেয়া প্রাণদন্ডের আদেশ আন্তর্জাতিক আইনসিদ্ধ নয়।

আদালতে ব্যবহৃত পাকিস্তানী আইনজীবীদের ভাষা এবং শব্দচয়নের তীব্র সমালোচনাও করেছে ভারত। মঙ্গলবার পাকিস্তান বিবাদি পক্ষে নিজের অবস্থান তুলে ধরার সময় আদালতের রীতি ভঙ্গ করে অপ্রাসঙ্গিক ভাষা ও অপমানজনক শব্দচয়নের মাধ্যমে আদালতের মর্যাদাহানি করেছে বলে দাবী করে ভারত।

‘এই আদালত প্রাঙ্গণে যে ভাষা ব্যবহার করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তা সীমা অতিক্রম করেছে। বিশেষ করে, পাকিস্তানের শুনানিতে ব্যবহৃত শব্দ শালীনতা বিবর্জিত, অপ্রাসঙ্গিক এবং অসম্মানজনক। ভারত আন্তর্জাতিক আদালতে এই ধরনের ভাষা ব্যবহারের বিপক্ষে। আমাদের সংস্কৃতি এই ধরনের ভাষা ব্যবহারের শিক্ষা দেয়না।’

আদালতে পাকিস্তানী প্রতিপক্ষকে কটাক্ষ করে হরিশ সালভে বলেন, ‘আদালত হা¤পটি-ডা¤পটির জন্য উপযুক্ত স্থান নয়।’

সালভে আরো বলেন, যখন আপনার কাছে যথেষ্ট আইনিযুক্তি এবং তথ্যপ্রমাণ থাকবে আপনি তখন আদালতে আইনি যুক্তিই উপস্থাপন করবেন। তবে যখন আপনার কাছে এদুটোর কোনটাই থাকবেনা তখন আপনি আদালতে মিথ্যে ও অপ্রাসঙ্গিক তথ্যের ফুলঝুরি ছোটাবেন। ভারত তথ্য এবং আইনিযুক্তি উপস্থাপন করেছে। অন্যদিকে পাকিস্তান মিথ্যে অভিযোগের পথে হেঁটেছে।

বুধবার বাদি ভারতকে নিজেদের বক্তব্য উপস্থাপনে ৯০ মিনিট সময় দেয়া হয়। বৃহ¯পতিবার, একই সময় পায় পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়