শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৯ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াশিংটনে বাণিজ্য আলোচনা, চীনা মুদ্রার দর স্থিতিশীল রাখার নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র

নূর মাজিদ : ওয়াশিংটনে চলমান বাণিজ্যযুদ্ধ নিরসনের আলোচনায় স্থির মুদ্রানীতির গ্যারান্টি দিতে চীনের প্রতি আহব্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। উভয়পক্ষের মাঝে একটি পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির আগে এটাই যুক্তরাষ্ট্রের মূল দাবী। গত মঙ্গলবারের আলোচনায় যা চীনা কর্মকর্তাদের জানিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লিথিজার। সিএনবিসি, সিএনএন

যুক্তরাষ্ট্রের শীর্ষ অর্থনৈতিক গণমাধ্যম ব্লুমবার্গ হোয়াইট হাউজের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে। হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, বাণিজ্য চুক্তির পর ফের নিজ মুদ্রা ইউয়ানের দরের অবমূল্যায়ন করে যাতে চীন অন্যায় সুবিধা না নিতে পারে, সেই লক্ষ্যেই যুক্তরাষ্ট্র এই বিষয়টির নিশ্চয়তা চেয়েছে। ইউয়ানের অবমূল্যায়ন করা হলে তাতে চীনের রপ্তানি বাণিজ্য ফের মার্কিন প্রতিষ্ঠানগুলোকে বাজার প্রতিযোগিতায় পরাজিত করতে সক্ষম হবে।

ডলারের দর বেশি থাকায় তুলনামূলক কম দামে মার্কিন ক্রেতারা চীনা পণ্য কিনতে পারবেন। ফলে, ট্রা¤েপর মেক ইন আমেরিকা কর্মসূচী বাধাপ্রাপ্ত হবে। গত মঙ্গলবারের আলোচনায় চীন এই বিষয়ে কোন গ্যারান্টি দেয়নি। এদিনের বৈঠকে যুক্তরাষ্ট্র তাদের পণ্য চীনে বিক্রির ক্ষেত্রেও বাড়তি কিছু সুবিধা ও নিশ্চয়তা দাবী করে।

আগামী বৃহ¯পতিবার থেকে ওয়াশিংটনে দ্বিতীয় রাউন্ডের বাণিজ্য আলোচনা শুরু হবে। ওই বৈঠকের আগেই আলোচ্য বিষয়গুলোর গ্যারান্টি চাইছে যুক্তরাষ্ট্র।

এদিকে মঙ্গলবার মার্কিন রাষ্ট্রপতি ট্রা¤প ফের বাণিজ্য আলোচনার সময়সীমা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ১ লা মার্চের ডেডলাইন কোন জাদুকরি বিষয় নয়। প্রয়োজনে এতে পরিবর্তন আসতেই পারে। সাম্প্রতিক বাণিজ্য আলোচনার সুবাদে ভালো ফল করছে মার্কিন পুঁজিবাজার। আলোচনায় সমঝোতার আশায় গত এক সপ্তাহ জুড়েই যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মাঝে ইতিবাচক মনোভাব বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়