শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৯ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবিতে ‘মুক্তির সূচনা’ শীর্ষক তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী

সানজানা শ্রুতি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘মুক্তির সূচনা’ শীর্ষক তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদার।

চারুকলা অনুষদের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন শিল্পযাত্রা এই প্রদর্শনীর আয়োজন করে। এতে অনুষদের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের ৩০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।

উদ্বোধনকালে সিদ্ধার্থ শঙ্কর বলেন, ‘এবারের প্রদর্শনীটি একটু ভিন্ন। প্রতিটি শিল্পকর্মই একুশে নির্ভর। শিল্পকর্মগুলোতে নতুনত্বের ছাপ রয়েছে। মাতৃভাষার জন্য যে আন্দোলন হয়েছিল শিল্পকর্মগুলোতে ঠিক তার প্রতিচ্ছবিই ফুটে উঠেছে এ প্রদর্শনীতে।’

চারুকলা অনুষদের আহনাফ আবিদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘ভাষা আমাদের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম। ভাষা একটি জাতির অস্তিত্ব প্রকাশ করে। বাংলা ভাষায় কথা বলতে আমাদের বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে। শিল্পকর্মগুলোতে মূলত সেই দৃশ্যগুলোই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।’

আয়োজকরা জানান, ভাষা আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত রচিত হয়েছিলো। এই আন্দোলন বাঙালিদের স্বাধীনতা আন্দোলনের নিয়ামক হিসেবে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছে। মূলত ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়েই তাদের এই আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রকলা, প্রাচ্যকলা ছাপচিত্র বিভাগের অধ্যাপক সুশান্ত কুমার অধিকারী, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক এস এম জাহিদ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়