বিনোদন প্রতিবেদক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে দেশের জনপ্রিয় সংগীত শিল্পী কুদ্দুস বয়াতিকে। খাদ্যনালীর সমস্যায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় তাকে মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তার ছেলে ইলিযাস বলেন, ‘গত ৭-৮দিন থেকে বাবা কিছু খেতে পারছিলো না। এরপরেই তার অস্স্থুতা বেশি হলে তাকে হাসপাতালে ভর্তি করি।
গত একস্পাতহ থেকে খাওয়ার সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করারেনা হয় কুদ্দুস বয়াতিকে। কুদ্দুস বয়াতির ঘনিষ্ঠ ব্যাক্তি এম এ আজিজ তার চিকিৎসার জন্য ভর্তি করান। খাদ্যনালীতে কঠিন সমস্যা, ডাক্তাররা চেষ্টা করতাছেন।