শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫১ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজস্ব অর্থায়নে ফুটবল একাডেমির উদ্যোগ বসুন্ধরা কিংসের

নিজস্ব প্রতিবেদক : প্রিমিয়ার লিগের নবাগত ক্লাব বসুন্ধরা কিংসের লক্ষ্য ২০২০ সালের মধ্যে নিজস্ব অর্থায়নে একটি পূর্ণাঙ্গ ফুটবল একাডেমি তৈরী করবে। এ লক্ষ্য ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। উড়িয়ে আনা হয়েছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক কর্মকর্তা হোসে অ্যান্থনিও'কে। কিংস কর্তারা জানান একাডেমি তৈরিতে লজিস্টিক থেকে শুরু করে পরামর্শ দিয়ে সাহায্য করবেন অ্যান্থনিও।

ফুটবলার তৈরির দায়িত্বটা মূলত কার ? ফুটবলের মহাপরাক্রমশালী থেকে শুরু করে খর্ব শক্তির দেশগুলোর দিকে তাকালেই দেখা যায়, রোনালদো-মেসি-কিংবা তোরেস'রা এসেছেন কোন না কোন ক্লাব কিংবা একাডেমির হাত ধরে। লা লিগা, ইপিএল কিংবা বুন্দেসলিগার ক্লাবগুলোই যোগান দেয় দেশগুলোর শীর্ষস্থানীয় খেলোয়াড়দের। তবে ব্যতিক্রম বাংলাদেশ।

পেশাদার কিংবা জাতীয় দল। দেশের ফুটবলের একমাত্র ভরসা'স্থল ওই বিকেএসপি। ফেডারেশনের পক্ষ থেকে ক্লাবগুলোকে একাডেমি প্রতিষ্ঠার তাগিদ দেয়া হলেও তা কর্ণপাত করেনি কেউই। তবে ব্যতিক্রম বসুন্ধরা কিংস। শুধুমাত্র টাকার ঝনঝনানি দিয়ে শক্তিশালী দলই গড়েনি কিংসরা। এবার হাত দিয়েছে প্রতিভাবান ফুটবলার তৈরিতেও। পূর্বাচলে প্রায় ৪০ একরের বেশি জায়গায় একাডেমি তৈরির পরিকল্পনা করছে তারা। কয়েক ধাপে যেখানে অনুশীলনের সুযোগ মিলবে প্রায় তিন শতাধিক ফুটবলারের।

তবে বিষয়টি দেশের ফুটবলের জন্য একেবারেই নতুন হওয়ায় এ সম্পর্কে আরো বিস্তারিত জ্ঞান নিতে পরামর্শক হিসেবে ঢাকায় উড়িয়ে আনা হয়েছে স্প্যানিশ ফুটবলের সাবেক কর্তা হোসে অ্যান্থনিও চাচাজার'কে। লা লিগার বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে তার। দুই বছর ধরে কাজ করছেন ভারতে লা লিগার কান্ট্রি ম্যানেজার হিসেবে। কথা বললেন এ দেশে তার পরিকল্পনা নিয়ে।

হোসে অ্যান্থনিও চাচাজার বলেন, ‘প্রথমত আমি শুনে খুবই অবাক হয়েছি এ দেশে কোন ফুটবল একাডেমি নেই। তবে আশার কথা হলো বেশ কয়েকটি ক্লাব একাডেমি তৈরিতে আগ্রহী। দেখুন খেলোয়াড় বাছাই খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে খাদ্যাভাসেও পরিবর্তন আনতে হবে। তবে এটা দু’এক বছরের কোন বিষয় নয়। ফল পেতে আপানকে কমপক্ষে এক দশক অপেক্ষা করতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়