শিরোনাম
◈ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করলো সরকার ◈ রাজধানীতে ৯ স্থানে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা ◈ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের মাথায় কিভাবে বোতল পড়ল, যা বললেন সেই শিক্ষাথী ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা, বাংলা‌দেশ পা‌বে ৮ কো‌টি ৭৫ লাখ টাকা ◈ ভারতে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী পুশ-ইন,  কুড়িগ্রামে আটক ৫ ◈ চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা ◈ মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার: ফয়েজ আহমদ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৬ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি যেখানেই জিয়াউর রহমানের আদর্শ ও চেতনা থেকে বেরিয়ে এসেছে সেখানেই পতন হয়েছে, বললেন মাহবুবুর রহমান

জুয়েল খান : বিএনপর জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহববুবুর রহমান বলেছেন, জিয়াউর রহমানের জীবন ও কর্মকে সামনে রেখে বিএনপি এগিয়ে যাবে, বিএনপির আর কিছুর প্রয়োজন নেই । বিএনপি অবশ্যই আন্দোলনে অংশ নেবে, তবে ন্যায়নীতির পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, আওয়ামী লীগ তাদের নিজ দলের কোনো প্রার্থীকে বিদ্রোহী প্রার্থী বলে তাকে ছোট করছে। যেসব প্রার্থী দলীয় সিদ্ধান্তের বাইরে এসে উপজেলা নির্বাচন করছে আওয়ামী লীগ তাদের বিদ্রোহী প্রার্থী বলছে কেন। স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ চাইলেই নির্বাচন করতে পারে।

তিনি আরো বলেন, উপজেলা নির্বাচনের প্রতি দেশের সাধারণ ভোটারদের কোনো আগ্রহ নেই। এই সরকারের অধীনে কোনো বৈধ নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন দেশের টাকা খরচ হওয়া ছাড়া আর কোনো অর্জন হবে না। সংসদ নির্বাচনের পরে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে সেখানেও ভালো পরিবেশ থাকবে না। যদি সকল দলকে সমানভাবে সুযোগ দেয়া হয় তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া সম্ভব।

তিনি বলেন, নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতো তাহলে বিএনপি অবশ্যই নির্বাচনে যেতো। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন শুধু লোক দেখানোর জন্য করা হচ্ছে। এখানে সাধারণ ভোটারদের মতামতের কোনো মূল্যায়ন হবে না।

তিনি জানান, কোনো প্রার্থী দল থেকে বেরিয়ে গিয়ে নির্বাচন করতেই পারে যেহেতু এটা স্থানীয় সরকার নির্বাচন। কিন্তু আওয়ামী লীগ তাদের বিদ্রোহী প্রার্থী বলে মানুষের কাছে নেতিবাচক ইমেজ দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়