শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৬ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি যেখানেই জিয়াউর রহমানের আদর্শ ও চেতনা থেকে বেরিয়ে এসেছে সেখানেই পতন হয়েছে, বললেন মাহবুবুর রহমান

জুয়েল খান : বিএনপর জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহববুবুর রহমান বলেছেন, জিয়াউর রহমানের জীবন ও কর্মকে সামনে রেখে বিএনপি এগিয়ে যাবে, বিএনপির আর কিছুর প্রয়োজন নেই । বিএনপি অবশ্যই আন্দোলনে অংশ নেবে, তবে ন্যায়নীতির পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, আওয়ামী লীগ তাদের নিজ দলের কোনো প্রার্থীকে বিদ্রোহী প্রার্থী বলে তাকে ছোট করছে। যেসব প্রার্থী দলীয় সিদ্ধান্তের বাইরে এসে উপজেলা নির্বাচন করছে আওয়ামী লীগ তাদের বিদ্রোহী প্রার্থী বলছে কেন। স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ চাইলেই নির্বাচন করতে পারে।

তিনি আরো বলেন, উপজেলা নির্বাচনের প্রতি দেশের সাধারণ ভোটারদের কোনো আগ্রহ নেই। এই সরকারের অধীনে কোনো বৈধ নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন দেশের টাকা খরচ হওয়া ছাড়া আর কোনো অর্জন হবে না। সংসদ নির্বাচনের পরে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে সেখানেও ভালো পরিবেশ থাকবে না। যদি সকল দলকে সমানভাবে সুযোগ দেয়া হয় তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া সম্ভব।

তিনি বলেন, নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতো তাহলে বিএনপি অবশ্যই নির্বাচনে যেতো। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন শুধু লোক দেখানোর জন্য করা হচ্ছে। এখানে সাধারণ ভোটারদের মতামতের কোনো মূল্যায়ন হবে না।

তিনি জানান, কোনো প্রার্থী দল থেকে বেরিয়ে গিয়ে নির্বাচন করতেই পারে যেহেতু এটা স্থানীয় সরকার নির্বাচন। কিন্তু আওয়ামী লীগ তাদের বিদ্রোহী প্রার্থী বলে মানুষের কাছে নেতিবাচক ইমেজ দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়