শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে কাটছে অপু-জয়ের ভালোবাসা দিবস(ভিডিও)

বিনোদন প্রতিবেদক: ভালোবাসা দিবস উপলক্ষে একে অপরের প্রতি নানা রকম শুভেচ্ছাস‚চক কার্ড, ফুল, চকলেট বা উপহার সামগ্রী বিনিময় করছেন। এ বিশেষ দিনটি যেমনভাবে সাধারণ মানুষেরা কাটাচ্ছেন ঠিক তেমনি ঢাকাই ছবির নায়ক-নায়িকারাও পালন করছেন। আজ নিজের মতো করে দিনটি উদযাপন করছেন ঢাকাই ছবির বিউটি কুইন খ্যাত নায়িকা অপু বিশ্বাস ও তার ছেলে আব্রাহাম খান জয়। আজ সকালের প্রথম প্রহরে আব্রাম তার বাবা শাকিব খানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছে।

বরাবরের মতো বিশেষ দিনগুলোতে তারা দুজন একই ধরনের পোশাক পরেন। তারও ব্যাতক্রম হয় নি আজ। বিশেষ এ দিনটিকে নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আজ ছেলেকে নিয়ে তার স্কুলে গিয়েছিলাম ভালোবাসা দিবসের অনুষ্ঠানে। আগে থেকেই পরিকল্পনা ছিল, আজ স্কুলে যাওয়ার সময় প্রত্যেক শিশুর মা ভিন্ন ভিন্ন ধরনের গিফট নিয়ে যাবেন। এরপর দিনটি উদযাপন করবেন তারা। তাই এ আয়োজনকে ঘিরেই আজকের সকালটা কেটেছে অপুর।

গত বছর ছেলে জয়কে ১২ নভেম্বর রাজধানীর বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি) স্কুলে জয়কে ভর্তির জন্য গিয়েছিলেন শাকিব ও অপু। কিন্তু বয়সের ক্ষেত্রে ঝামেলা তৈরি হয়। বয়স বাধা হয়ে দাঁড়ায়। পরে স্কুল কর্তৃপক্ষ জয়কে বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’য় প্রি-স্কুল শাখায় ভর্তি করার পরামর্শ দেয়।

আজকের দিনে শাকিব খানকে ছেলে ভিডিও কলে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান চিত্রনায়িকা অপু। আর তার স্কুলের বন্ধুদের জন্য যে অনেকগুলো গিফট কিনেছে, সেগুলোও তার বাবাকে দেখিয়েছে।’
শাকিব খান আপনাকে বিশেষ এ দিনের শুভেচ্ছা জানিয়েছেন কিনা, জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘আমি মনে করি, আমি বলতেও জয়, শাকিব বলতেও জয়। আমাদের প্রধান ভালোবাসাটা জয়কে ঘিরে।’

ভালোবাসার সম্পর্কে তিনি বলেন, ‘ভালোবাসা মানে আমার কাছে দুইটা শব্দ। একটা হচ্ছে মায়া, আরেকটি বন্ধুত্ব। এ দুটো বিষয় মানুষের মধ্যে থাকা ভীষণ জরুরি। মায়াটা কোথা থেকে আসে, তা আমি জানি না। তবে তা উদযাপনের জন্য বিশেষ কোনো দিনের দরকার হয় না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়