মুসফিরাহ হাবীব: বিয়ে করেছেন প্রায় তিন মাস। বেশ আনন্দেই দিন পার করছেন বলিউড তারকা দীপিকা এবং রণবীর সিং। কিন্তু দীপিকার মতো অভিনেত্রীর ধার করার দরকার হল কেন? রণবীরের কাছ থেকে কী ধার করেন তিনি?
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে দীপিকা নিজ মুখেই জানিয়েছেন রণবীরের কাছ থেকে তার ধার করে চলার কথা। বলেছেন, মাঝে মধ্যেই রণবীরের পোশাক ধার করেন তিনি।
বিচিত্র সব পোশাকে নিয়মিতই চমকে দেন রণবীর সিং। বিভিন্ন সময় সাক্ষাত্কারেও বলেছেন পোশাকের প্রতি তার আলাদা আগ্রহের কথা। জানিয়েছেন, বাড়িতে বিশাল পোশাকের সংগ্রহ থাকার কথাও। বিয়ের পর স্বামীর এই পোশাক ভালোই কাজে লাগছে দীপিকার।
তার কথায়, রণবীর একজন স্টাইল আইকন। তাই মাঝে মধ্যেই রণবীরের টি শার্ট বা সোয়েট শার্ট ধার নেন তিনি। “ওর প্রচুর শার্ট-টি-শার্ট আছে। মাঝেমধ্যেই সেখান থেকে নিয়ে পরি,” বলেন দীপিকা। তিনি জানান, ব্যস্ততায় অনেক সময় কী পরবেন তা ঠিক করার সময় পান না। তাই সহজ সমাধান হিসেবে স্বামীর পোশাক দিয়েই কাজ চালিয়ে দেন।
তবে শুধু দীপিকাই নন, রণবীরও হানা দেন স্ত্রীর সংগ্রহে। কিন্তু না, দীপিকার পোশাক রণবীর পরেন না। তিনি ধার করেন সানগ্লাস। “ও তো প্রায়ই আমার সানগ্লাস নিয়ে যায়। আমি পরতে গিয়ে দেখি নেই,” বলেন দীপিকা।