তরিকুল ইসলাম : জার্মানির মিউনিখ সম্মেলনে যোগ দিয়ে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে ইকোনমিক ডিপ্লোম্যাসি গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়েজেষ্ঠ্য সচিব এম শহীদুল হক সহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।