শিরোনাম
◈ গণভোট আগে না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তাহের ◈ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা, প্রশ্ন প্রধান বিচারপতির ◈ সচল ১৬ স্থলবন্দরে ১ কোটি ৫২ লাখ টন পণ্য আমদানি, ৮ বন্দর নিষ্ক্রিয় ◈ ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ◈ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর, জার্মান রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ ১২ নির্দেশনা মানতে হবে সেন্টমার্টিন দ্বীপে যেতে  ◈ সরকারের দলীয় উপদেষ্টা ও প্রশাসনের ব্যক্তিদের বদলাতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ ◈ এএফ‌সি কা‌পের বাছাই‌য়ে ভারতের বিরু‌দ্ধে খেলার আ‌গে আফগানিস্তানের স‌ঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ ট্রফির দরকার হ‌লে পু‌রো দল দুবাই এসে নিয়ে যাও, ভারতের মেইলের জবাবে এ‌সি‌সি প্রধান মহ‌সিন নাকভি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০২ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশাসনিক কর্মকর্তারা ফিল্ডে টহলরত অবস্থায় কী করছেন, সেটা মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে, বললেন ড. জিনাত হুদা

জুয়েল খান : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ জিনিস দেখে সমাজের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে। বিশেষ করে পর্নোগ্রাফি দেখার ফলে ধর্ষণের প্রবণতা বেড়ে গেছে। আমরা প্রযুক্তির ব্যবহারকে অপব্যবহার করছি।
এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, সমাজে যারা রক্ষক তারা যদি ভক্ষকের ভূমিকায় যায় তাহলে সাধারণ মানুষের দুর্দশার সীমা থাকে না, মানিকগঞ্জে এক নারীকে যখন দুই পুলিশ কর্মকর্তা আটকে রেখে ধর্ষণ করে তখন সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে ? আমাদের সমাজের মানুষের নৈতিকতার জায়গাটা এতো বেশি স্খলন হয়েছে যে আমাদের কাছে নারী নিরাপদ নয়।
তিনি আরো বলেন, রাষ্ট্রের যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনতে হবে। যখন কেউ রাষ্ট্রীয় কোনো দায়িত্বে নিয়োগ পান তখন তাকে অবশ্যই একটা শর্ত দিতে হবে যে, তিনি কোনো ধরনের নারী নির্যাতনের সাথে যুক্ত হতে পারবেন না। তাকে যদি এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হতে দেখা যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, এই শর্ত দেয়া থাকলে তিনি হয়তো কিছুটা হলেও ভয় পাবেন। এটা তাদের চাকরির শর্ত হিসেবে উল্লেখ করতে হবে। তিনি জানান, প্রফেশনাল বডিতে এক ধরনের ট্রেনিং কিংবা ওয়ার্কশপের ব্যবস্থা করা উচিত যেখানে নারীর প্রতি কী ধরনের আচরণ করতে হবে। বিশেষ করে প্রশাসনের কর্মর্তারা যখন টহলরত অবস্থায় থাকেন তখন নারীর সাথে তারা কী ধরনের আচরণ করনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়