মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তৈরী হয়, সিনেমা নাটক কিংবা টিলিফিল্ম। আবার সেই নাটক সিনেমা টেলিফিল্মের এডিটং করা ঘটনার প্রভাব পড়ে বাস্তব জীবনে। রহস্য-বিয়োগান্তক ঘটনায় টান টান উত্তেজনা দর্শকপ্রিয়তার জন্য তৈরী করা হয়। যার বেশিরভাগ ঘটনা কল্পনাতে সম্ভব। তবে এমন সিনেমা নাটকের মত ত্রিভুজ প্রেমের ঘটনায় কলেজ ছাত্র খুন হয়। ঘটনাটি কুমিলা চৌদ্দগ্রামে ঘটে।
সূত্রজানায়, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামে মোবাইলে ডেকে নিয়ে কলেজ ছাত্র আরিফুর রহমান আরিফকে তার প্রেমিকার ভারাটে সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বসন্তপুর গ্রামের আব্দুল কাদের খোকন এর ছেলে মুন্সীর হাট ডিগ্রী কলেজের ছাত্র আরিফুর রহমান আরিফের সাথে পাশ্ববর্তী বারাইশ গ্রামের শফিকুর রহমানের মেয়ে লিমা আক্তার এর সাথে প্রায় তিন বছর প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন পূর্বে লিমা আক্তার নতুন করে নবগ্রামের মিজানুর রহমানের ছেলে মেহেদির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। বিষয়টি জানতে পেরে আরিফ লিমার সাথে সম্পর্ক না রাখার জন্য মেহেদীকে অনুরোধ করে। তবে এ বিষয়টি মানতে নারাজ মেহেদী ও লিমা।
দু'জনে মিলে পরিকল্পনা করে আরিফকে খুন করে প্রেমের পথটি সুগম করবে।যেমন পরিকল্পনা তেমন কাজ। গত বৃহস্পতিবার রাতে আরিফুর রহমানকে মোবাইলে ডেকে আনে প্রমিকা লিমা। পথে ওৎ পেতে থাকে ভারাটে সন্ত্রাসীরা। আরিফ ফোনে উল্লেখত স্থানে যাওয়ার পরেই আরিফকে বেধরক পেটায় ভাড়াটে সন্ত্রাসীরা। মারাত্বক আহত অবস্থায় আরিফুর রহমানকে চৌদ্দগ্রাম উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার আশংকাজনক হওয়ায় আহত আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার ভোরে আরিফুর রহমান চিকিৎসাধীন অবস্থায় যায়।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (অপারেশন্স) ত্রিনাথ সাহা জানান, প্রেমঘটিত ঘটনায় আরিফকে পিটিয়ে আহত করে।পরে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যায়। চৌদ্দগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল তৈরী করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়না করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে বিকেলে আরিফের লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে স্বজনদের আহাজারীতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।