শিরোনাম
◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা ◈ এবা‌রো কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা ◈ পাঁচ দিনে ঢুকেছে অন্তত ৫০০ গরু, বাংলাদেশে আসার অপেক্ষায় মিয়ানমার সীমান্তে হাজার হাজার বার্মিজ গরু ◈ স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনে লটারি, যেভাবে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩৪ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপাতত সাকিবের বিকল্প পাচ্ছে না দল

নিজস্ব প্রতিবেদক : বিপিএলে আঙ্গুলের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। সাকিবের বিকল্প হিসেবে তাইজুলকে পাঠানোর গুঞ্জন শোনা গেলেও আপাতত কাউকেই পাঠাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার সারাবাংলাকে এতথ্য দিয়েছেন মাশরাফিদের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সফরে ১৫ সদস্যের স্কোয়াডে যারা আছেন তাদের নিয়েই স্বাগতিক কিউইদের মোকাবেলা করবেন টাইগার ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। গত সোমবার নিউজিল্যান্ড পৌঁছে হেড কোচ স্টিভ রোডসের সঙ্গে দলের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে নির্বাচক প্যানেলকে একথা জানিয়েছেন দলপতি মাশরাফি বিন মর্তুজা।

হাবিবুল বাশার জানালেন, ‘মাশরাফির সঙ্গে কথা হয়েছে। মনে হচ্ছে আপাতত ওর লাগবে না। ওখানে যারা আছে তাদের নিয়ে ওয়ানডে খেলবে। দলে কাউকেই রিপ্লেস করা হয়নি। আমাদের তো ১৬ জন সদস্য ছিলো। সাকিব না যাওয়ায় ১৫ জন আছে। আর ওরা তো দলের সঙ্গেই আছে। যদি প্রয়োজন হয় নেবে।’

এর আগে সকিবের দুঃসংবাদটি আচমকাই দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৯ ফেব্রুয়ারি সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানালো, বিপিএল ফাইনাল ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁহাতের তর্জনীতে চোট পাওয়ায় ৩ সপ্তাহ সাকিব আল হাসানকে মাঠের বাইরে থাকতে হবে। তিন সপ্তাহ মানে এমাসের শেষ দিনটি পর্যন্ত। তাতে করে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গিয়েছে এই বিশ্বসেরা অলরাউন্ডারের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়