শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩৪ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপাতত সাকিবের বিকল্প পাচ্ছে না দল

নিজস্ব প্রতিবেদক : বিপিএলে আঙ্গুলের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। সাকিবের বিকল্প হিসেবে তাইজুলকে পাঠানোর গুঞ্জন শোনা গেলেও আপাতত কাউকেই পাঠাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার সারাবাংলাকে এতথ্য দিয়েছেন মাশরাফিদের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সফরে ১৫ সদস্যের স্কোয়াডে যারা আছেন তাদের নিয়েই স্বাগতিক কিউইদের মোকাবেলা করবেন টাইগার ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। গত সোমবার নিউজিল্যান্ড পৌঁছে হেড কোচ স্টিভ রোডসের সঙ্গে দলের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে নির্বাচক প্যানেলকে একথা জানিয়েছেন দলপতি মাশরাফি বিন মর্তুজা।

হাবিবুল বাশার জানালেন, ‘মাশরাফির সঙ্গে কথা হয়েছে। মনে হচ্ছে আপাতত ওর লাগবে না। ওখানে যারা আছে তাদের নিয়ে ওয়ানডে খেলবে। দলে কাউকেই রিপ্লেস করা হয়নি। আমাদের তো ১৬ জন সদস্য ছিলো। সাকিব না যাওয়ায় ১৫ জন আছে। আর ওরা তো দলের সঙ্গেই আছে। যদি প্রয়োজন হয় নেবে।’

এর আগে সকিবের দুঃসংবাদটি আচমকাই দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৯ ফেব্রুয়ারি সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানালো, বিপিএল ফাইনাল ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁহাতের তর্জনীতে চোট পাওয়ায় ৩ সপ্তাহ সাকিব আল হাসানকে মাঠের বাইরে থাকতে হবে। তিন সপ্তাহ মানে এমাসের শেষ দিনটি পর্যন্ত। তাতে করে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গিয়েছে এই বিশ্বসেরা অলরাউন্ডারের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়