শিরোনাম
◈ ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য নিয়ে বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ রিজভীর ◈ রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস, ওসমান হাদির ওপর হামলায় উদ্বেগ প্রকাশ পদকপ্রাপকদের ◈ আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে বাংলা‌দে‌শের সুন্দর সূচনা ◈ আমরা যদি ঐক্যবদ্ধ না হই, দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান ◈ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল? ◈ ওসমান হাদির হামলা নিয়ে ডিএমপি কমিশনারের নামে 'ভুয়া ফটোকার্ড' ছড়ানোর বিষয়ে সতর্কতা ◈ 'ফিরে এসো প্রিয় ওসমান হাদি': আসিফ আকবর ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত, ইসির পরিপত্র জারি ◈ ওসমান হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড গঠন, সর্বশেষ যা জানা গেল ◈ তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৮ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আইপিএল মাতাবেন শাহরুখ খান ‘রান..রান..রান..’ দিয়ে

স্পোর্টস ডেস্ক : বাপ্পি লাহিড়ীর অনুরোধ ফেলতে পারলেন না বলিউড বাদশা শাহরুখ খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুর্নামেন্টের এবারের আসর অনুষ্ঠিত হবার আগেই বদলে যাচ্ছে কিং খানের দল কলকাতা নাইট রাইডার্সের থিম সং। নিজের দলটির থিম সংয়ে কন্ঠ দিতে শাহরুখকে অনুরোধ করেন বাপ্পি। কিন্তু শুরুতে বাপ্পির এই প্রস্তাবকে প্রত্যাখান করেন বলিউড বাদশা।

তবে বি-টাউনে খবর রয়েছে শেষ পর্যন্ত বাপ্পির কম্পোজিশনে সুপারস্টার সংটিতে কন্ঠ দিয়েছেন। শুধু তাই নয়, গানটিতে কন্ঠ দিতে বেশ কিছুদিন ধরে কিং খান অনুশীলনও করেছেন। যদিও গান গাওয়ার প্রথাগত তালিম কিংবা অভ্যাস না থাকলেও শাহরুখের গায়কী নিয়ে বেশ খুশি বাপ্পি লাহিড়ী।

টুর্নামেন্টের এবারের আসরে খানের গাওয়া ‘রান... রান... রান..’ কথার গানটিতে মাতবেন দর্শক। আগের আসর গুলোতে কেকেআরের মাঠে এবং মাঠের বাইরে ‘করব, লড়ব, জিতবো’ গানটি মাতিয়ে রেখেছিলেন ক্রিকেটপ্রেমীদের।

বছর পাঁচেক আগে শেষ বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন শাহরুখের দল কেকেআর। এরপর আর কোনো আসরের ট্রফি জিততে পারেনি দলটি। ধারনা করা যাচ্ছে দলটিতে এসব কারণেই বিগতদিনের অনেক কিছুরই পরিবর্তন আসবে এবার আসরে। শাহরুখের গাওয়া নতুন এ থিম সং এর একটি নমুনা মাত্র।

উল্লেখ্য, শাহরুখ খানের কন্ঠে রেকডিং এবারই প্রথম নয়, এর আগেও তিনি কন্ঠ দিয়েছেন। তবে সব শেষ দেড় যুগ আগে মুক্তি পাওয়া ‘জোশ’ চলচ্চিত্রের একটি গানে কন্ঠ দেন জীবন্ত এই কিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়