আব্দুর রাজ্জাক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ইডিয়ট’ আখ্যায়িত করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। তেহরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সকল ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হবে। সোমবার ইরানের ইসলামি বিপ্লবের ৪০ তম বার্ষিকীতে জনগণের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে তিনি এ মন্তব্য করেন। গার্ডিয়ান, টাইমস অব ইসরায়েল, আরটি
গত সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হাসান রুহানির একটি ভাষণ প্রচারিত হয়। সেখানে দেখা যায়, ইরানি সামরিক বাহিনীর সদস্যসহ দেশটির শিক্ষার্থী, সরকারি কর্মচারী ও সাধারণ নাগরিকদের একটি সমাগম। উপস্থিত হাজার হাজার জনতা বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন হাতে রুহানির বক্তব্যকে সমর্থন করছেন এবং বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। যার অন্যতম দুটি শ্লোগান হলো, ‘ইসরায়েল ধ্বংস হোক, যুক্তরাষ্ট্র ধ্বংস হোক।’
তেহরানের আজাদি স্কয়ারে প্রদত্ত ভাষণে রুহানি বলেন, ‘ইরানের ইসলামি বিপ্লব বার্ষিকীর সমর্থনে পথে পথে সাধারণ মানুষের অংশগ্রহণই প্রমাণ করে যে, শত্রুরা কখনোই তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না। যুক্তরাষ্ট্র সর্বদাই ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।’
লিখিত বক্তব্যে রুহানি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির প্রতি অকুন্ঠ সমর্থন ও আনুগত্য প্রদর্শন করেন এবং ট্রাম্পকে আহাম্মক বলে আখ্যায়িত করেন।