শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৭ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাসোগজি হত্যাকা-ের তদন্ত চালিয়ে যাবে মার্কিন সরকার, জানালেন পম্পেও

সান্দ্রা নন্দিনী : তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকা- নিয়ে যুক্তরাষ্ট্র তদন্ত চালিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সোমবার হাঙ্গেরি সফরকালে একথা বলেন তিনি। আল জাজিরা

পম্পেও বলেন, যুক্তরাষ্ট্র কখনই খাসোগজির হত্যাকা- ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি বরং এবিষয়ে আরও জোরালো পদক্ষেপ নিতে যাচ্ছি আমরা। যুক্তরাষ্ট্র চায় এরসাথে সংশ্লিষ্ট প্রত্যেকেই বিচারের সম্মুখীন হোক।’

গত ২ অক্টোবর দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরে প্রবেশের পর আর না ফেরা খাশোগজির হত্যাকা-কে রোববার একটি ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা’ আখ্যা দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। যদিও একইসাথে, হত্যায় সৌদি রাজপরিবারের জড়িতের বিষয়টি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন তিনি।

গত ১০ অক্টোবর মার্কিন সিনেটে রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যরা ‘গ্লোবাল ম্যাগনিস্কি অ্যাক্ট’র ধারাগুলো নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। ধারাটিতে উল্লেখিত রয়েছে, বিশ্বের যেকোন রাষ্ট্রের দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের ওপর অবরোধ আরোপের এখতিয়ার যুক্তরাষ্ট্রের রয়েছে। এর উল্লেখ করে সিনেটররা খাসোগজি হত্যাকা-ে জড়িত কর্মকর্তাদের ওপর ১২০দিনের মধ্যে একটি তদন্তের মাধ্যমে অবরোধ আরোপের জন্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপপ্রয়োগ করেন। এই শুক্রবার হোয়াইট হাউজের পক্ষ থেকে একটি প্রতিবেদন পেশ করার কথা রয়েছে।

রোববার সিনেটর টিম কেইন অভিযোগ করে বলেন, ‘খাসোগজি হত্যাকা- যুক্তরাষ্ট্র ধামাচাপা দিতে চাইছে। তবে, যুক্তরাষ্ট্রের কখনই এইপর্যয়ের অনৈতিক বিষয়ে চুপ থাকা উচিৎ হবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়