শিরোনাম
◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা ◈ এবা‌রো কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা ◈ পাঁচ দিনে ঢুকেছে অন্তত ৫০০ গরু, বাংলাদেশে আসার অপেক্ষায় মিয়ানমার সীমান্তে হাজার হাজার বার্মিজ গরু ◈ স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনে লটারি, যেভাবে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৩ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ারীর কষ্টের জয়ের দিন ফকিরাপুলের ড্র

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল লীগ বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের প্রথম খেলায় জয় পেয়েছে ওয়ারী ক্লাব। তবে দ্বিতীয় খেলায় ড্র হয়েছে ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাব ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ।

দিনের প্রথম খেলায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে ওয়ারী ক্লাব। দলের পক্ষে ৩৯ মিনিটে একমাত্র গোলটি করেন নোকরেক।

দিনের পরবর্তী ম্যাচে ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাব ২-২ গোলে ড্র করে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিরুদ্ধে। খেলার শুরুতেই স্বাধীনতা সংঘকে এগিয় দেন সুমন। মাত্র ছয় মিনিটের মাথায় তিনি গোল করলে ম্যাচে নিয়ন্ত্রন পায় স্বাধীনতা কেএস। তবে বিরতি থেকে ফিরে তিন মিনিটের মধ্যে দুই গোল করে একপর্যায়ে লিড নেয় ফকিরেরপুল। ম্যাচের ৬৯ তম মিনিটে আকিবের গোলের পর ৭২ তম মিনিটে মুন্না গোল করলে এগিয়ে যায় তারা। তবে ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাধীনতা সংঘকে ম্যাচে ফেরায় মৌদুদ। এরপর আর কোন গোল না হলে ২-২ ব্যবধানে শেষ হয় ম্যাচটি।

আগামীকাল দিনের প্রথম ম্যাচে টি এন্ড টি ক্লাব মুখোমুখি হবে অগ্রনী ব্যাংকের এবং দ্বিতীয় ম্যাচে লড়বে উত্তর বারিধারা ও সকার ক্লাব ফেনী। উভয় ম্যাচ অনুষ্ঠিত হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়