নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল লীগ বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের প্রথম খেলায় জয় পেয়েছে ওয়ারী ক্লাব। তবে দ্বিতীয় খেলায় ড্র হয়েছে ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাব ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ।
দিনের প্রথম খেলায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে ওয়ারী ক্লাব। দলের পক্ষে ৩৯ মিনিটে একমাত্র গোলটি করেন নোকরেক।
দিনের পরবর্তী ম্যাচে ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাব ২-২ গোলে ড্র করে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিরুদ্ধে। খেলার শুরুতেই স্বাধীনতা সংঘকে এগিয় দেন সুমন। মাত্র ছয় মিনিটের মাথায় তিনি গোল করলে ম্যাচে নিয়ন্ত্রন পায় স্বাধীনতা কেএস। তবে বিরতি থেকে ফিরে তিন মিনিটের মধ্যে দুই গোল করে একপর্যায়ে লিড নেয় ফকিরেরপুল। ম্যাচের ৬৯ তম মিনিটে আকিবের গোলের পর ৭২ তম মিনিটে মুন্না গোল করলে এগিয়ে যায় তারা। তবে ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাধীনতা সংঘকে ম্যাচে ফেরায় মৌদুদ। এরপর আর কোন গোল না হলে ২-২ ব্যবধানে শেষ হয় ম্যাচটি।
আগামীকাল দিনের প্রথম ম্যাচে টি এন্ড টি ক্লাব মুখোমুখি হবে অগ্রনী ব্যাংকের এবং দ্বিতীয় ম্যাচে লড়বে উত্তর বারিধারা ও সকার ক্লাব ফেনী। উভয় ম্যাচ অনুষ্ঠিত হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে।