স্পোর্টস ডেস্ক : দুঃসংবাদ ব্রাজিলের ফুটবলে। শক্তিশালী পাইপলাইন নিয়েও ব্রাজিল দল খেলতে পারবে না এ বছরের বিশ্বকাপ। ২০১৯ সালে পোল্যান্ডে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অংশ নিতে পারবে না ব্রাজিল। একই সাথে প্যান আমেরিকা টুর্নামেন্টেও অংশ নিতে পারবে না তারা।
আগামী ২৩ মে থেকে পোল্যান্ডে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে অংশ নিবে চারটি দল যার মধ্যে নেই ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া দলগুলোর মধ্যে শীর্ষ চার দল অংশ নেয় বিশ্বকাপে। আর শীর্ষ তিন দল অংশ গ্রহন করে প্যান আমেরিকা টুর্নামেন্টে। ব্রাজিল শীর্ষ চারে না থাকায় এই টুর্নামেন্টে অংশ গ্রহন করা হচ্ছে না।
দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে চারে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে কলম্বিয়া। ওই টুর্নামেন্টে প্রথমবার শিরোপা জিতেছে ইকুয়েডর। ইএসপিএনএফসি