শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১১ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার হার্ভার্ডের মঞ্চে যৌন হেনস্থার কথা বলবেন তনুশ্রী!

মুসফিরাহ হাবীব: তনুশ্রী দত্ত। ভারতে #মিটু আন্দোলনের ঝড় বইয়ে দিয়েছিলেন যিনি। তার মুখ খোলা থেকেই যৌন হেনস্থার শিকার হওয়া একের পর এক অভিনেত্রী অভিযোগ তুলতে শুরু করেছিলেন। সেই অভিযোগের জালে জড়িয়ে গিয়েছিল বলিউডের রাঘব বোয়ালরা।

#মিটু নিয়ে তনুশ্রী দত্তের সেই সাফল্যের মুকুটে এবার যুক্ত হচ্ছে আরেকটি পালক। কারণ, এবার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলে যৌন হেনস্থা নিয়ে কথা বলার জন্য ডাক পেয়েছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে তনুশ্রী নিজেই ভক্তদের জানিয়েছেন সে খবর।

শনিবার ইনস্টাগ্রামে তনুশ্রী লিখেছেন, “১৬ ফেব্রুয়ারি বস্টনের হার্ভার্ড বিজনেস স্কুলে আছে ইন্ডিয়া কনফারেন্স-২০১৯। স্নাতক পড়ুয়ারা ওই অনুষ্ঠান আয়োজন করেছে। তাদের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছি। হার্ভার্ড বিজনেস স্কুল ও হার্ভার্ড কেনেডি স্কুলে বক্তৃতা দেব।”

পডুয়াদের উদ্যোগে প্রতিবছরই হার্ভার্ডে ইন্ডিয়া কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ বছর সেখানে হাজির থাকবেন সমাজকর্মী, সাংবাদিক, চিত্র পরিচালক এবং রাজনীতিবিদও। তাদের সঙ্গেই মঞ্চে উপস্থিত থাকবেন তনুশ্রী।

২০০৩ সালে মিস ইন্ডিয়া খেতাব জিতে গ্ল্যামার দুনিয়ায় আসেন তনুশ্রী দত্ত। তারপর একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। কিন্তু আচমকাই বলিউড থেকে গায়েব হয়ে যান তনুশ্রী। গতবছর আমেরিকা থেকে দেশে ফেরার পর জীবনটাই পাল্টে যায় তার।

এর আগে ২০০৮ সালে একটি ছবির শুটিং চলাকালীন অভিনেতা নানা পটেকার তাকে হেনস্থা করেছিলেন বলে অভিযোগ তুলেছিলেন তনুশ্রী। সেসময় এ অভিযোগ কেউ কানে না তুললেও গতবছর নতুন করে বিষয়টি সামনে আনলে গোটা দেশ তার সমর্থনে এগিয়ে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়