শিরোনাম
◈ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবে কাম্য নয়: বুয়েট ভিসি ◈ বনজ কুমারের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস ◈ ডাকসু নির্বাচনে লড়ছেন  শেরপুরের তিন শিক্ষার্থী ◈ ‘জুলাই সনদ ও সংস্কার হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি’ ◈ লভ্যাংশ দিচ্ছে না ইসলামী ব্যাংক, মুনাফা কমেছে ৮৩% ◈ ৪ মাস শূন্য থাকার পর ডিএমপিতে নতুন ডিবিপ্রধান, দায়িত্বে ডিআইজি শফিকুল ◈ মোংলা বন্দরের রাজস্ব আয়ে রেকর্ড, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা ◈ কমিটি প্রত্যাখ্যান করে এবার ৫ দাবি প্রকৌশল শিক্ষার্থীদের ◈ দাউদকান্দি মহাসড়কে গরুবাহী ট্রাক থেকে ১৯টি গরু ছিনতাই ◈ বেসরকারি খাতে যাচ্ছে 'নগদ', খোঁজা হচ্ছে বিনিয়োগকারী: গভর্নর

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩৬ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলশূন্য ড্র’য়ে হোঁচট খেলো বার্সা

স্পোর্টস ডেস্ক : লা লিগায় গত রোববার সান মামেসে অনুষ্ঠিত ম্যাচটিতে বিলবাওয়ের বিপক্ষে কোন গোল করতে না পেরে ০-০ ব্যাবধানে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে। পুরো ম্যাচে নিজেদের মেরে ধরতে না পেরে লিগ শিরোপায় হোঁচট খেলো এরনেস্তো ভালভেরদের শিষ্যরা। অন্যদিকে, বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। বলতে গেলে তার দুর্দান্ত কিছু সেভেই জাল অক্ষত থাকে বার্সেলোনার।

ম্যাচের শুরুতে বার্সেলোনার রক্ষণে চাপ বাড়ানো বিলবাও একাদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায়। মাঝমাঠে আর্তুরো ভিদাল বল হারালে দ্রুত পাল্টা আক্রমণে গিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডিফেন্ডার ইউরি বের্চিচের নেওয়া কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৭তম মিনিটে ডি-বক্সের কিনারা থেকে স্প্যানিশ মিডফিল্ডার মার্কেল সুসায়েতার জোরালো শট দারুণ নৈপুণ্যে বাঁ হাত দিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ২৪তম মিনিটে গোলরক্ষক বরাবর বাইসাইকেল কিক নেন রাউল গার্সিয়া।

দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণে উঠতে থাকে বার্সেলোনা। কিন্তু কোনো সুযোগই পাচ্ছিল না তারা। উল্টো ৮২তম মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ পেয়েছিলেন ইনাকি উইলিয়ামস। তবে অরক্ষিত এই স্প্যানিশ ফরোয়ার্ডের শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন টের স্টেগেন। শেষ পর্যন্ত গোলশুন্য ড্র’য়ে মাঠ ছাড়তে হয় কাতালানদের।

২৩ ম্যাচে ১৫ জয় ও ছয় ড্র’য়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫১।

  • সর্বশেষ
  • জনপ্রিয়