শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৩ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মান্না বললেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে, কারো কথায় ভেঙে যাবে না

লিয়ন মীর : নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ঐক্যফ্রন্ট টিকে থাকবে, কারো কথায় ভেঙে যাবে না।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে দেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্রের নামে যা আছে সেটা নিয়ন্ত্রিত গণতন্ত্র। আর এই গণতন্ত্র নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগ। আবার এটাকে হাসিনাতন্ত্রও বলা যায়। এই নিয়ন্ত্রিত গণতন্ত্র মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। আইনের শাসন লুণ্ঠিত হয়েছে। একটা স্বাধীন দেশে এটা চলতে দেয়া যায় না। আমরা যুদ্ধ করে, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। তাই স্বাধীনতা রক্ষা আমাদের সবার নাগরিক কর্তব্য। সেই কর্তব্যের জায়গা থেকেই জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। তাই জনগণের জাতীয় দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্ট গণতান্ত্রিক পন্থায় আন্দোলন চালিয়ে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ জাতীয় ঐক্যফ্রন্টকে ভয় পায়। সেকারণেই তারা বলছে, ঐক্যফ্রন্ট ভেঙে যাবে। কেননা এই আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। নির্বাচন নিয়ন্ত্রণ করে আবারো সরকার গঠন করেছে। তাদের যদি এতো জনপ্রিয়তা থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে সমস্যা কোথায়?

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট জনগণ দ্বারা, জনগণের দাবি আদায়ে গঠিত হয়েছে। যতোদিন দাবি আদায় না হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাবে। কেননা ক্ষমতা অর্জন নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ঐক্যফ্রন্টের মূল লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়