শিরোনাম
◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৩ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মান্না বললেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে, কারো কথায় ভেঙে যাবে না

লিয়ন মীর : নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ঐক্যফ্রন্ট টিকে থাকবে, কারো কথায় ভেঙে যাবে না।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে দেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্রের নামে যা আছে সেটা নিয়ন্ত্রিত গণতন্ত্র। আর এই গণতন্ত্র নিয়ন্ত্রণ করছে আওয়ামী লীগ। আবার এটাকে হাসিনাতন্ত্রও বলা যায়। এই নিয়ন্ত্রিত গণতন্ত্র মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। আইনের শাসন লুণ্ঠিত হয়েছে। একটা স্বাধীন দেশে এটা চলতে দেয়া যায় না। আমরা যুদ্ধ করে, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। তাই স্বাধীনতা রক্ষা আমাদের সবার নাগরিক কর্তব্য। সেই কর্তব্যের জায়গা থেকেই জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। তাই জনগণের জাতীয় দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্ট গণতান্ত্রিক পন্থায় আন্দোলন চালিয়ে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ জাতীয় ঐক্যফ্রন্টকে ভয় পায়। সেকারণেই তারা বলছে, ঐক্যফ্রন্ট ভেঙে যাবে। কেননা এই আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। নির্বাচন নিয়ন্ত্রণ করে আবারো সরকার গঠন করেছে। তাদের যদি এতো জনপ্রিয়তা থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে সমস্যা কোথায়?

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট জনগণ দ্বারা, জনগণের দাবি আদায়ে গঠিত হয়েছে। যতোদিন দাবি আদায় না হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাবে। কেননা ক্ষমতা অর্জন নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ঐক্যফ্রন্টের মূল লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়