শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩১ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে পছন্দসই চাকরির বাজার সৃজন হয়েছে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শাহীন চৌধুরী: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তরুণদের জন্য সমৃদ্ধ বাংলাদেশে পছন্দসই চাকুরির বাজার সৃজন হয়েছে। ঐকান্তিক ইচ্ছা থাকলে কেউ এখন আর বেকার থাকবে না। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১০০০ ইঞ্জিনিয়ার প্রয়োজন। জিওলজিষ্টদের জন্যও বিপুল সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হয়েছে।

প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার ঢাকায় ইসমাইলী জামায়াতখানায় ‘৩য় বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার জব ফেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, মন্ত্রণালয় হতে ২৬৫ জনকে ইন্টার্ণশীপ করা হয়েছে আরো প্রতিভাবানদের ইন্টার্ণশীপ করানোর উদ্যোগ নেয়া হয়েছে। ইন্টার্ণশীপ করার পর কেউ কেউ আবার বিদ্যুৎ ও জ্বালানির কোম্পানিগুলোতে চাকুরিও করছে। পাওয়ার এন্ড এনার্জি হ্যাকাথন, ১ আইডিয়াতে বাজিমাত, ক্যারিয়ার সামিট ইত্যাদির মাধ্যমে তরুণদের সরকারি কাজের সাথে পরিচিত করে দেয়া হচ্ছে। ফলে এসব তরুণরা মনস্তাত্বিক ভাবে এগিয়ে থাকবে।

প্রতিমন্ত্রী এ সময় চাকুরি প্রত্যাশি তরুণদের উদ্দ্যেশে বলেন, ব্যাক্তিগতভাবে নিজেদের উন্নয়নে সচেষ্ট থাকলে আর ঐকান্তিক ইচ্ছা নিয়ে এগুলে কেউ পিছিয়ে থাকবেনা। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে চাকুরির পিছনে না গেলেও চাকুরিই আপনাকে খুঁজে নেবে।
বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার-এই জব ফেয়ারে অংশগ্রহণের জন্য ৩০০জন তরুণকে লিডারশীপের উপর প্রশিক্ষণ দিয়েছে। ২৭ টি নিয়োগকারি প্রতিষ্ঠান এই ৩০০ জনের মধ্য থেকে সম্ভাবনাময় তরুণকে চাকুরি দেবে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইজাজ আহমেদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়