শিরোনাম
◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ ◈ জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন ◈ জামায়াত জোট থেকে বেরিয়ে যাচ্ছে কিনা, জানালো ইসলামী আন্দোলন ◈ দেশের ভেতরে পোস্টাল ব্যালটে প্রতীকের সঙ্গে প্রার্থীর নাম চায় বিএনপি ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ করবেন তারেক রহমানের ◈ ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি পাবনার ১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই ◈ ইরানে যে ৬ উপায়ে হামলা চালাতে পারেন ট্রাম্প

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪৭ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও অর্থ-সম্পদ সরকারের নিয়ন্ত্রণে নেয়া সময়ের দাবি, বললেন শাহরিয়ার কবির

খায়রুল আলম : ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, গত ২৭ বছর ধরে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আমরা আন্দোলন করে আসছি। আদালতের মাধ্যমে ১৯৭১ সালের গণহত্যার দায়ে জামায়াতের বিচার করা যেতে পারে। গণহত্যাকারী সংগঠন হিসেবেও তাদের নিষিদ্ধ করা যায়।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে সমস্ত ঘটনা জামায়াত ঘটিয়েছে সেটির সূত্র ধরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের মাধ্যমে বিচার করা যেতে পারে। জামায়াতকে নিষিদ্ধ করা সময়ের দাবি।

এবারের নির্বাচনেও মানুষ প্রমাণ করেছে জামায়াত আর এদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কোনো জামায়াত নেতাই নির্বাচনে জয়ী হতে পারেনি। দেশের মানুষ যখন তাদের প্রত্যাখ্যান করেছে আমরা কেন আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে পারবো না? তাদের নিষিদ্ধ না করলে দেশ থেকে জঙ্গি নির্মূল করা যাবে না। সন্ত্রাস-মৌলবাদ হচ্ছে জামায়াতের আদর্শ। দেশকে মাদকমুক্ত করতে গেলেও তাদের নিষিদ্ধ করা লাগবে। কারণ তারা শুধু সন্ত্রাসী কর্মকাণ্ডই করছে না, দেশে মাদক ও অস্ত্র ব্যবসার সাথেও তারা যুক্ত আছে।

২০০৪ সালে আমরা তার প্রমাণ দেখেছি। তাই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে হলে জামায়াতাকে নিষিদ্ধ ছাড়া আর কোনো বিকল্প নেই। আবার রাজনৈতিকভাবে দল নিষিদ্ধ করলেই হবে না। তাদের যে অর্থ-সম্পদ আছে সেগুলোকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। কারণ তাদের এ অর্থ সাম্রারাজ্য দিয়ে তারা বিভিন্ন সংগঠন চালাচ্ছে। জামায়াত নিষিদ্ধ করলে তারা অন্য নামে আবার রাজনীতি করবে। তাই তাদের নিষিদ্ধ করার সাথে সাথে অর্থ-সম্পদও সরকারের নিয়ন্ত্রণে নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়