শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৫ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের প্রভাবশালী জ্যেষ্ঠ মন্ত্রীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন বোর্ড

নূর মাজিদ : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্থানীয় জনপ্রশাসন মন্ত্রী আলীম খানকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারকরে জিজ্ঞাসাবাদের জন্যে হেফাজতে নিয়েছে দেশটির জাতীয় দুর্নীতি দমন বোর্ড-ন্যাব। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের নিজ দল তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের একজন শীর্ষ জ্যেষ্ঠ রাজনৈতিক আলীম খান। গতকাল বুধবার লাহোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দ্য ডন

ন্যাব প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত আয়ের উৎসের চাইতে বেশি অর্থ আয় করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হেক্সাম ইনভেস্টমেন্ট ওভারসীস নামক একটি অফশোর কো¤পানির সঙ্গে তার অর্থনৈতিক স¤পর্ক রয়েছে এমন অভিযোগ রয়েছে। এছাড়াও, পার্কভিউ হাউজিং সোসাইটি, রিভার এজ হাউজিং সোসাইটি এবং মুলতান রোডের আবাসিক প্রকল্পে তার অর্থনৈতিক স¤পৃক্ততার বিষয়টিও তদন্ত করা হবে।

ন্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, পার্কভিউ হাউজিং সোসাইটির জেনারেল সেক্রেটারি হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করে অর্থনৈতিক সুবিধা আদায় করেছেন আলীম খান, ন্যাব এই বিষয়ে প্রায় নিশ্চিত। একইসঙ্গে তিনি প্রাদেশিক পরিষদের একজন সিনিয়র সদস্য হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করে অঘোষিত উৎস থেকে অর্থ উপার্জন করেন।

এই প্রথম ক্ষমতাসীন পিটিআই সরকারের কোন প্রভাবশালী মন্ত্রীকে গ্রেপ্তার করলো ন্যাব। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ক্ষমতায় আসলে দেশ থেকে স¤পূর্ণভাবে দুর্নীতির মূল উৎপাটন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়