শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৯ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহজ’র ভারতীয় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুল জারি

এস এম নূর মোহাম্মদ : বাণিজ্যিক অনলাইন ‘সহজ ডটকম’র মূল প্রতিষ্ঠান ‘সহজ লিমিটেড’র অপারেশন ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ভারতীয় নাগরিক রাজিব ভট্টাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুল জারি করেছেন হাইাকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এ রুল জারি করেন।

ওয়ার্ক পারমিট ও যথাযথ ভিসা ছাড়া কাজ করে যাওয়া রাজিব ভট্টাচার্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও ফাঁকি দেওয়া কর আদায়ে সংশ্লিষ্টদের ব্যর্থতা এবং নিষ্ক্রিয়তা কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা), বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিপ্তরের মহাপরিচালক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিব রাজিব ভট্টাচার্য ও সহজের ব্যবস্থাপনা পরিচালককে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আয়কর আইনজীবী ইক্তান্দার হুসাইন হাওলাদার গত ওই রিট আবেদনটি করেন। আবেদনে বলা হয়, বাংলাদেশে যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করতে হলে প্রথমে বিডা থেকে বিদেশিদের ওয়ার্ক পারমিট নিতে হয়। পরে কাজের ধরন অনুযায়ী কাজের ভিসাও নিতে হয়। কিন্তু রাজিব ভট্টাচার্য তার ব্যত্যয় ঘটিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়