এস এম নূর মোহাম্মদ : বাণিজ্যিক অনলাইন ‘সহজ ডটকম’র মূল প্রতিষ্ঠান ‘সহজ লিমিটেড’র অপারেশন ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ভারতীয় নাগরিক রাজিব ভট্টাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুল জারি করেছেন হাইাকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এ রুল জারি করেন।
ওয়ার্ক পারমিট ও যথাযথ ভিসা ছাড়া কাজ করে যাওয়া রাজিব ভট্টাচার্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও ফাঁকি দেওয়া কর আদায়ে সংশ্লিষ্টদের ব্যর্থতা এবং নিষ্ক্রিয়তা কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা), বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিপ্তরের মহাপরিচালক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিব রাজিব ভট্টাচার্য ও সহজের ব্যবস্থাপনা পরিচালককে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আয়কর আইনজীবী ইক্তান্দার হুসাইন হাওলাদার গত ওই রিট আবেদনটি করেন। আবেদনে বলা হয়, বাংলাদেশে যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করতে হলে প্রথমে বিডা থেকে বিদেশিদের ওয়ার্ক পারমিট নিতে হয়। পরে কাজের ধরন অনুযায়ী কাজের ভিসাও নিতে হয়। কিন্তু রাজিব ভট্টাচার্য তার ব্যত্যয় ঘটিয়েছেন।