অনলাইন ডেস্ক : গেল বছরের ডিসেম্বরে মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে সংসারী হয়েছেন বলি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি বলি মহলে গুঞ্জন রটে, মা হতে চলেছেন এই অভিনেত্রী। গুঞ্জন বাতাসে ভেসে হলিউডেও ছড়িয়ে পড়ে।
তবে মুখরোচক রটনাও যোগ হয় এর সঙ্গে। বলিমহলের অনেকেই বলেন, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন প্রিয়াংকা। এ কারণে তড়িঘড়ি করে নিকের সঙ্গে গাট বাঁধেন তিনি।
এ খবরে সামাজিক যোগাযাগমাধ্যমে হইচই পড়ে যায়। তবে এমন গুঞ্জনে মোটেই চটেননি জাংলি বিল্লি খ্যাত এই অভিনেত্রী।
উল্টো তিনি এ বিষয়ে খোলামেলা জবাব দিলেন। মার্কিন সমাজকর্মী ও সঞ্চালিকা এলেন ডিজেনারেস সম্প্রতি একটি সাক্ষাৎকার নেন প্রিয়াংকার। বলতে গেলে বিয়ের পর প্রথম বার টেলিভিশনে মুখোমুখি হয়েছিলেন পিগি চপ্স।
এরপর তিনি যে অন্তঃসত্ত্বা নন তার প্রমাণ ওই অনুষ্ঠানেই দিলেন প্রিয়াংকা। তিনি বলেন, মা হওয়ার মতো সুখবর কখনওই গোপন রাখার বিষয় নয়। তবে আমি অন্তঃসত্ত্বা নই।
ঠিক তখনই এলেনের অনুরোধে টাকিলা শট নামের অ্যালকোহলজাতীয় পানীয়তে চুমুক দিয়ে প্রিয়াংকা বলেন, অন্তঃসত্ত্বা হলে আমি কখনও অ্যালকোহল ছুঁয়েও দেখতাম না। জানেনইতো গরভের সন্তানের জন্য এসব পানীয় নিষিদ্ধ। এরপর তিনি হেসে বলেন, এবার বিশ্বাস হলো তো?